এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২০২২ সালের ১৩ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন কেবলমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন অনুষ্ঠানের ৫ মাস পরে সংসদ-সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। ১৯ জুন-২৩ তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে স্বাক্ষর করেন।
ঘোষিত কমিটিতে, সভাপতি ও সম্পাদকসহ ৭৫ সদস্যর মধ্যে ৭৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। সহ-সভাপতির একটি ও উপপ্রচার সম্পাদকের পদ দুটি শূন্য রাখা হয়েছে। এ কমিটিতে অন্তত ১৫ জন সাবেক তরুন ছাত্র নেতা স্থান পেয়েছেন। এছাড়া বেশিরভাগ সদস্য ২০১৫ সালে গঠিত জেলা কমিটিতে ছিলেন। পুরাতনদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশীদ।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাদের ওপর আস্থা রেখেছেন তারাই জেলা কমিটিতে স্থান পেয়েছে। আর এই নবগঠিত কমিটিতে তরুণ নেতৃত্বকে সুযোগ দিয়েছেন তিনি।