অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভাংকুভার বন্দরে শ্রম-দ্বন্দ্বের জের ধরে হাজার হাজার বন্দর শ্রমিক ধর্মঘট শুরু করেছেন।
ভাংকুভার হচ্ছে কানাডার সবচেয়ে ব্যস্ত বন্দর। সরকারের সঙ্গে একটি চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়ে শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেন। চুক্তিটির মেয়াদ গত মার্চ মাসে শেষ হয়েছে।
এ নিয়ে ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়ারহাউস ইউনিয়ন কানাডা সরকারের সঙ্গে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসছিল। এক্ষেত্রে ব্রিটিশ কলম্বিয়া মেরিটাইম এমপ্লয়ারস অ্যাসোসিয়েশন সহযোগিতা করছিল। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও দুর্ভাগ্যজনকভাবে সরকারের সঙ্গে তারা সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত গতকাল (শনিবার) থেকে তারা ধর্মঘট শুরু করে।
ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়ারহাউস ইউনিয়ন কানাডার নেতা রব অ্যাশটোন বলেন, “শ্রমিক নেতারা হালকা কোনো সিদ্ধান্ত নেননি বরং আমাদের কর্মীবাহিনীর ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”সরকারের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের মূল যে বিষয় সেগুলো হচ্ছে- বন্দরের অটোমেশন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং বন্দরের বাইরেও শ্রমিকদের কাজের সুবিধা থাকা।