এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বিদেশি বন্ধুরা অসহায় বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন। সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে তুরস্কের দুই বন্ধু তাহসিন ইয়াজান ও ফাতি ইল মালি জেলার হতদরিদ্র-অসহায়দের ৩০টি সেলাই মেশিন এবং ৫ টি ইঞ্জিনচালিত ভ্যান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, নির্বাহী সদস্য এম এ লতিফ জাহেদী প্রজ্জল এবং জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু ।
জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, তুরস্কের দুই অতিথি তাহসিন ইয়াজান ও ফাতি ইল মালি জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বন্ধু । তারা উভয়েই এর আগেও বাংলাদেশে আসেন । এবারের ঈদেও তারা গরীব-অসহায়দের পাশে দাড়ানোর অভিব্যক্তি প্রকাশ করেন । সেখানে, ঝিনাইদহ পৌরমেয়রের ব্যক্তিগত তহবিল ও দুজন টার্কিশ মিলে মোট ৬৪টি সেলাই মেশিন প্রদান করেন । এর মধ্যে ৩০টি দুই টার্কিশ বন্ধুর পক্ষ থেকে ও ৩৪টি মেয়রের পক্ষ থেকে অসহায় মহিলাদের দেয়া হয়।
তিনি আরো বলেন, এছাড়াও ৫টি ইঞ্জিন চালিত ভ্যান দুই টার্কিশের অর্থায়নে ও ৬টি ইঞ্জিন চালিত রিক্সা মেয়রের অর্থায়নে দরিদ্র ১১ জনকে দেয়া হয়।