অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও দুটি বিদেশি কোম্পানির সম্পদ সাময়িকভাবে সরকারের হাতে আনতে ডিক্রি জারি করেছেন।
এর মধ্য দিয়ে দই তৈরির ফরাসি কোম্পানি ডানোনের স্থানীয় সাবসিডিয়ারি ও স্থানীয় একটি বিয়ার কোম্পানিতে কার্লসবার্গের অংশীদারি নিজের হাতে নিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
ডিক্রিতে বলা হয়েছে, ডানোন রাশিয়া ও বাল্টিকা ব্রিউয়ারিসের বিদেশি মালিকানাধীন অংশ সরকারের সম্পদ ব্যবস্থাপনা এজেন্সি রসিমুশচেসতভো’র সাময়িক ব্যবস্থাপনার অধীন নিয়ে আসা হয়েছে।
তবে রোববার কার্লসবার্গ এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে তাদেরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কার্লসবার্গ বলেছে, গত জুনে তারা রাশিয়ায় ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়ে চুক্তি করেছে, যদিও তা এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে।
বিবৃতিতে তারা আরও বলেছে, এই পরিস্থিতিতে তাদের রাশিয়ার ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়টি খুবই অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে ডানোন আরেক বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। সেই সঙ্গে তারা আরও বলেছে, রাশিয়া সরকারের এই সিদ্ধান্তের কারণে ২০২৩ সালে তাদের কোম্পানির আর্থিক দিকনির্দেশনায় কোনো প্রভাব পড়বে না।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে, তার প্রতিক্রিয়ায় মস্কো হুমকি দিয়েছিল যে রাশিয়ায় থাকা পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে আনা হতে পারে। তবে সেটা হবে সাময়িক এবং পশ্চিমাদের গৃহীত ব্যবস্থার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ কাজ করবে।