অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। দিন পেরোলেই দাম বাড়ছে। এ অবস্থায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজের দাম নিয়ে। ২৪ টাকায় নেমেছে দাম। যা এক সপ্তাহ আগেও ৩০ টাকায় কিনতে হয়েছিল।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। এ জন্য বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘ঈদের পর হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে আমদানি করা পেঁয়াজ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় কিছুটা কম দামেই পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগে এই বন্দর দিয়ে ২৫ থেকে ৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, সেখানে ঈদের পর ৪০ থেকে ৫০ ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে। এমনকি বন্দর দিয়ে একদিনেই ৭৮ ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানির রেকর্ড হয়েছে। এই বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় কর্মদিবসে ২০৮টি ট্রাকে ৬ হাজার ৩২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।‘