অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোংলা বন্দরের জাহাজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুল গফুর ওরফে পানি গফুর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশে মানবপাচার, জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল করে অপরের জায়গা দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে মোংলা পৌর শহরের সামছুর রহমান সড়ক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গফুর নিজেকে বিদেশি জাহাজের ইঞ্জিনিয়ার পরিচয় দিত। জাহাজে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। গত ২৬ জুন বাগেরহাটের বারাকপুরের তহমিনা বেগমের ছেলে তাওহীদ হাসানকে মাসিক দেড় লাখ টাকা বেতনে জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ষ্ট্যাম্পের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেন। বিশ দিনের মধ্যে হাসানকে জাহাজে চাকরি দিবেন বলে আশ্বাসও দেন।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর গত ১৬ জুলাই ভুক্তভোগী তহমিনা গফুরের কাছে টাকা ফেরত চাওয়ায় উল্টো হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখান। পরে ১৯ জুলাই তহমিনা বেগম বাদী হয়ে গফুরের বিরুদ্ধে বাগেরহাট আদালতে মামলা করেন। সেই মামলার শুক্রবার দুপুরে গফুরকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া প্রতারক গফুর গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
মোংলা থানা ওসি মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, বাগেরহাট আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।