November 21, 2025, 7:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি আটক ও মদ উদ্ধার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার রাজধানীসহ সারাদেশে ভূমিকম্পে দুই শিশুসহ ৬ জন নিহত ; আহত শতাধিক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত  ভূমিকম্পের সময় কুমিল্লায় ইপিজেডে প্যানিক অ্যাটাকে ৮০ নারী অজ্ঞান মেহেরপুরের আমন ধানের বাম্পার  ফলন ; কৃষকের মুখে হাসির ঝিলিক ভূমিকম্পে গাজীপুরে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে ৩ শতাধিক শ্রমিক আহত নরসিংদীতে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে তৈরী হচ্ছে লাল-নীল রঙের নজর কাড়া ভেষজ চা
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসে যোগ দেবে আলজেরিয়া ; আরো ৪টি গরুত্বপূর্ণ দেশের আগ্রহ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজেদ তাবুন আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দেয়ার কথা ঘোষণা করেছেন। একই সাথে তিনি রাশিয়া এবং এই জোটের সদস্য দেশগুলোর সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।

আলজেরিয়ার পার্লামেন্ট স্পিকার মুসা খারাফি এ ব্যাপারে বলেছেন, তার দেশ ব্রিক্স জোটে যোগ দিতে পারলে আফ্রিকার বহু দেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উপকৃত হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে সমর্থন করার পর রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিকস গ্রুপের সদস্যপদ পাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বহু দেশ এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

ব্রিকস হল বিশ্বের উদীয়মান অর্থনীতির সমন্বয়ে গঠিত একটি ইউনিয়নের নাম, যেটি ২০০৯ সালে সদস্য দেশগুলোর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ববাণিজ্যে ডলারের একক আধিপত্যকে উপেক্ষা করে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।  এই ইউনিয়ন গঠনের প্রায় ১৪ বছর পর, বিভিন্ন দেশ থেকে সদস্য হওয়ার অনুরোধ বেড়েছে। সৌদি আরব, মিশর, আর্জেন্টিনা ও তুরস্কও এই সংস্থায় যোগ দিতে চায়। সর্বশেষ আলজেরিয়াও আবেদন জানালো। ব্রিকস জোটে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি অনিল শুকলান জানিয়েছেন, অন্তত ১৯টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনীতিতে একটি প্রভাবশালী সংস্থায় পরিণত হওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা ব্রিকসের রয়েছে। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কর্মকাণ্ড এবং মার্কিন নীতির কাছে নতি স্বীকার করার জন্য বিভিন্ন দেশকে চাপ দেওয়ার একটি হাতিয়ার হিসাবে ডলারের ব্যবহার, ওই দেশগুলোকে নতুন এই অর্থনৈতিক ব্লকের সদস্য হওয়ার জন্য উৎসাহিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলেছেন, ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর উচিত বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার ত্রুটিগুলোর অবসান ঘটানো এবং বাণিজ্য বিনিময় ও বৈদেশিক রিজার্ভের জন্য ডলারের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা।

প্রকৃতপক্ষে, বিভিন্ন দেশ ব্রিকসে যোগদানের মাধ্যমে, কেবল বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য কমানোর চেষ্টা করছে তাই নয় একইসাথে নিজেদের মধ্যে বাণিজ্য বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের চেষ্টা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান মা ঝাওশু এ প্রসঙ্গে বলেছেন, তার দেশ ব্রিকস সদস্য দেশগুলো ছাড়াও উন্নয়নশীল দেশগুলোর সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

বাস্তবতা হচ্ছে, ব্রিকস বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী “অ-পশ্চিমী” আর্থ-রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে যা ডলার এবং পশ্চিমা মুদ্রার আধিপত্যকে প্রতিরোধ করতে সক্ষম। এ ক্ষেত্রে বিশ্বের অনেক দেশ ব্রিকসকে সহযোগিতা করতে চায়।

যাইহোক, ব্রিকসে যোগদানের জন্য আলজেরিয়ার অনুরোধ এবং এই ইউনিয়নে যোগদানের জন্য আরো অনেক দেশের অনুরোধ থেকে এ জোটের গুরুত্ব উপলব্ধি করা যায়।

 

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page