অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর শিক্ষা বোর্ডের ৪৩ হাজার ৪০৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে। সোমবার (৭ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল গত ২৮ জুলাই। চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী ফেল করেছেন।
আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিল। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।
Leave a Reply