অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় ওঠানো হবে।
সূত্র আরও জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন না থাকলেও এই আইনের সব ধারা বাতিল হবে না।
এর আগে গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না।
‘তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে’- বলেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন গণমাধ্যমকর্মীসহ অনেকে।
অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিল সরকার।