অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগনালের কাছে ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ঢিল ছুড়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় ট্রেনের ভেতর ডাক-চিৎকার শুরু করেন যাত্রীরা। তখন ছিনতাইকারীর ছুরিকাঘাতে টিটিসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ট্রেনটির কয়েক যাত্রী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ গতি কমে যায়। এক পর্যায়ে থেমে গেলে দুর্বৃত্তরা ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথরের ঢিল ছুড়তে থাকে। এতে যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন এবং ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এ সময় কয়েক যাত্রী আহত হন। দুর্বৃত্তরা টিটির হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
যাত্রী জাকির হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটার সিগনালের পাশে দাঁড়িয়ে গেলে এক যাত্রী প্রাকৃতিক কাজ সারতে নিচে নামেন। তিনি যখন নিচে তখন পাশের ঝোপ থেকে তিন ছেলে ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এরপর তারা ট্রেনে ইট পাথর মারতে থাকে। এ সময় অনেকেই আহত হন।
টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা রেলওয়ে কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আউটার সিগনালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু বগিতে ঢুকতে না পেরে ইট পাটকেল নিক্ষেপ করছে তারা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে পুলিশ আট জনকে গ্রেফতার করে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে আহত কাউকেই পাওয়া যায়নি।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, পরে পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেফতার করেছে।
Leave a Reply