January 12, 2026, 5:34 am
শিরোনামঃ
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না : পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা নিয়ে হাইকোর্টের রুল জারি পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ : ইসি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে শিশু নিহত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান খুলনায় যাকাত আদায়ের নিয়ম কানুন বিষয়ে আলোচনা সভা  আমেরিকার নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র মিয়ানমারে সামরিক জান্তা আয়োজিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অভিবাসন এজেন্টের গুলিতে নারী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গত দেড় দশকে চোখ ধাঁধানো মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চোখ ধাঁধানো মেগা প্রকল্পে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজার। গভীর সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তঃদেশীয় রেল সংযোগের কারণে আন্তর্জাতিক যোগাযোগের হাবে পরিণত হতে যাচ্ছে এ জেলা। মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের মধ্য দিয়ে কক্সবাজার হয়ে উঠেছে দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্থান।

গত দেড় দশকে এ জেলা বদলেছে বহুগুন। আওয়ামী লীগ সরকারের হাত ধরে বদলে যাওয়া জনপদ এখন কক্সবাজার।

সমুদ্রের পাড় ধরে একশ কিলোমিটারের মেরিন ড্রাইভ পেরিয়ে পর্যটকদের বিস্তৃতি টেকনাফ পর্যন্ত। এ সড়কেরই একপ্রান্ত সাবরাংয়ে আন্তর্জাতিক মানের সুযোগ-সবিধা নিয়ে গড়ে উঠছে এক্সক্লুসিভ টুরিস্ট জোন।

এ বছরই কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে দেশের রেল নেটওয়ার্কে। ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে আধুনিক স্টেশন। রেললাইন সম্প্রসারিত হচ্ছে মিয়নমারের গুনদুম পর্যন্ত যা যুক্ত হবে ট্রান্সএশিয়ান রেলওয়ে করিডোরের সাথে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং রিফুয়েলিং হাব হিসেব গড়ে তুলতে জোরেসোরে চলছে কর্মযজ্ঞ। দেশে প্রথমবারের মতো সমুদ্রের ওপরে রানওয়ে করা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানী সম্প্রসারণে খুরুশকুলে নেয়া হয়েছে বায়ু বিদ্যুৎ প্রকল্প। যেখান থেকে আসবে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

মাতারবাড়িতে গড়ে তোলা হয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এ বছরই এখানকার বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।

চট্টগ্রাম ও মোংলায় ৯ মিটারের বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারে না। এমন বাস্তবতায় মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। যেখানে ১৫ মিটার গভীরতার বিশাল জাহাজ ভিড়তে পারবে অনায়াসে। আন্তঃ দেশীয় প্রবেশ দ্বার হিসেবে এ বন্দর কাজ করবে, বাড়বে আর্থনৈতিক প্রবৃদ্ধি।

মহেশখালিতে বাস্তবায়িত হয়েছে সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম প্রকল্প। দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে মাদার ভেসেল থেকে সরাসরি তেল খালাস হবে মহেশখালির রিজার্ভারে। যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতেও।

সামুদ্রিক শৈবাল এবং প্রাণীরক্ষা, সেই সঙ্গে সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে গড়ে উঠেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

উন্নয়ন এবং নিরাপত্তায় বদলে যাওয়া কক্সবাজার এখন ভ্রমন পিপাসুদের প্রথম পছন্দের জায়গা।

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page