অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা অত্যন্ত আশ্বস্ত বোধ করছি। সরকারের তরফ থেকে ইদানিং বার বার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রথমবারের মতো সরকার এ প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিশিষ্টজনদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যদি অনুকূল পরিবেশ তৈরি করে না দেন, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করাটা কষ্টসাধ্য হবে। আর যদি পরিবেশ অনুকূল করে দেন আমাদের জন্য কাজটা সহায়ক হবে।’
সিইসি বলেন, ‘আমরা একটা কঠিন অবস্থায় আছি। এটা বিলেতের নির্বাচন হচ্ছে না, অস্ট্রেলিয়ার নির্বাচন করতে যাচ্ছেন না। সংকট আছে, আপনারা বলেছেন, আমরাও অনুধাবন করি। সেই অনেকগুলো সংকট নিরসন করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়েছেন জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘আগে কিন্তু সরকার কখনো এই প্রতিশ্রুতি দেয়নি। এই প্রথমবারের মতো সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। সড়ক পরিবহনমন্ত্রী, আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়েছেন, তখন কিন্তু দলের নেতা হিসেবে নয়, সরকারের মন্ত্রী হিসেবে প্রতিশ্রুতি দিয়েছেন।’
জামালপুরের জেলা প্রশাসকের বক্তব্যর বিষয়ে তিনি বলেন, ‘ডিসিরা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন। হয়ত রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও থাকবেন। তাদের কাছ থেকে বক্তব্য কাঙ্ক্ষিত নয়।’
নির্বাচন ভবনের এই আলোচনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব, সাবেক নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, গণমাধ্যম সম্পাদক, নির্বাচন পর্যবেক্ষকরা অংশ নেন।
Leave a Reply