অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিদেশিদের একটাই চাওয়া, বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। সরকারও অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর৷
তিনি বলেন, বিএনপি এক দফার দাবি আদায়ে ব্যর্থ হয়েছে। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। এক দফা দাবিতে অনড় থাকলে বিএনপি নির্বাচনী বাস মিস করবে। তিনি দলটিকে এক দফা দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ধরার পরামর্শ দিয়েছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দোহার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
বিএনপি নেতাদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, আপনারা যে আন্দোলন শুরু করেছেন তা কখনো সফল হবে না। কারণ, জনগণ আপনাদের সঙ্গে নেই৷ তাই এসব বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসুন।
বিদেশিরা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এমন মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও গুজব’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’র সুযোগ নিয়ে বিএনপি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত। তাদের এসব গুজব থেকে সবাইকে সজাগ থাকতে হবে৷
সালমান এফ রহমান বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না।
তিনি বলেন, বিএনপি আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে গিয়েও ভোট চাইতে হবে। ভোট দেওয়ার যেমন স্বাধীনতা আছে, তেমনই ভোট চাওয়ার স্বাধীনতাও আছে। উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন তিনি।
এসময় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং দলমত নির্বিশেষে সব ভোটারের কাছে যেতে পারলে নৌকার বিজয় সুনিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দেন সালমান এফ রহমান।
Leave a Reply