অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম সালাউদ্দিন রুবেলের বিরুদ্ধে কলেজে বসে মদপানের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজে নিজ কক্ষে বসে মদপানে অসুস্থ হয়ে পড়লে দুই শিক্ষক তাকে বাড়িতে পৌঁছে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কলেজের একাধিক শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও গভর্নিং বডির অভিভাবক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিভাবক সদস্য লিটন আলী ও এরশাদুল বলেন, অধ্যক্ষ মদ্যপ অবস্থায় কলেজে নিজ কক্ষে পড়ে আছেন এমন খবর পেয়ে আমরা দুপুরে সেখানে যাই। সেখানে তাকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখি। তার কক্ষে মদের গন্ধ ছড়িয়ে ছিল। আমাদের দেখে মদের বোতল পকেটে রাখেন। পরে মোশারফ ও অনির্বান নামে দুই শিক্ষক তাকে ধরে বাড়িতে নিয়ে রেখে আসেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী রাকিব বলেন, ‘আমি গিয়ে অধ্যক্ষকে মদ্যপ ও অসুস্থ অবস্থায় দেখেছি। তার রুমে মদের গন্ধ ছিল।’
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী কলেজের এক প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অধ্যক্ষ নিয়মিত দুপুরের পর কলেজে বসে মদপান করেন। এটা কলেজের সব শিক্ষক কমবেশি জানেন। আজ মদপান করে অসুস্থ হয়ে পড়েন। তার এসব কর্মকাণ্ড নিয়ে শিক্ষকরা গভর্নিং বডির সভাপতিতে অভিযোগও করেছিলেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও নেননি।’
অধ্যক্ষকে বাড়িতে রেখে আসা শিক্ষক মোশারফ বলেন, ‘অধ্যক্ষ অসুস্থবোধ করায় বাড়িতে রেখে এসেছি। মদ্যপ ছিলেন কিনা জানি না।’ অপর শিক্ষক অনির্বানের মোবাইল নম্বরে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যক্ষ সালাউদ্দিন রুবেলের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদপানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে গভর্নিং বডির সভাপতি ও কুড়িগ্রামের সাবেক পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, ‘আমি এই অভিযোগ পেয়েছি। এ ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’
Leave a Reply