November 21, 2025, 12:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ঝিনাইদহের মহেশপুরে ডেকে নিয়ে ইটভাটার লেবার সর্দারকে গলা কেটে হত্যার চেষ্টা ; হত্যার চেষ্টাকারী বাবুল আটক মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ফেন্সিডিল-মদ-গাঁজা উদ্ধার অবৈধ ইটভাটায় বিপর্যস্ত মাগুরার পরিবেশ: জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা সত্ত্বেও চলছে ইটভাটা ইরানের প্রখ্যাত ক্বারীদের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরোত পাঠাতে জাতিসংঘে প্রস্তাব গৃহীত মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের গেজেট জারি কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ের বাংলাদেশ সফর শুরু আসন্ন নির্বাচনের আগেই ধান-চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার :খাদ্য উপদেষ্টা সুপ্রিম কোর্টের রাযে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ; পরের নির্বাচন থেকে কার্যকর
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল বৃহস্পতিবার ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সিরাজগঞ্জের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন প্রকল্পের নির্মিত ১৪টি ওভারপাস, বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করা হবে। ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দেশের আট বিভাগের ৩৯টি জেলায় সাড়ে ৯ কিলোমিটার সেতু ও ওভারপাস উদ্বোধন হবে বৃহষ্পতিবার। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪০, ঢাকা বিভাগের ৩২, চট্টগ্রাম বিভাগের ২৭ ও রাজশাহী বিভাগে ২২টি সেতু রয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১২, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে এবং সিলেট বিভাগে রয়েছে একটি সেতু।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজের চাপ কমাতে কেওয়াটখালী রেল ব্রিজের পাশে একটি আর্চ স্টিল সেতু এবং নগরীর রহমতপুরে ব্রহ্মপুত্রে আরেকটি সেতুর নির্মাণ করা হচ্ছে। এ দুটি সেতুর ভিত্তি প্রস্তর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ময়মনসিংহ বিভাগের ৪০টি সেতুও উদ্বোধন করা হবে।

ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এই সেতুর কারণে পরিবহন সেক্টর ও অন্যান্য সেক্টরগুলো, কৃষি উৎপাদিত পণ্য এবং শিল্পাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারী শিল্পগুলোর সঙ্গে মানুষ সংযুক্ত থাকতে পারবে। তাদের জীবনমান উন্নয়নে এই সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, “তরুণ প্রজন্ম, যাদেরকে নেত্রী ডিজিটাল বাংলাদেশে দিয়েছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশে নেতৃত্বে দিবে। এই তরুণ প্রজন্ম জননেত্রী শেখ হাসিনার এবং ওনার উন্নয়নের প্রতি আস্থাশীল।”

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা সেতুটিও উদ্বোধন হচ্ছে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার লাখ-লাখ মানুষ উপকৃত হবে। উত্তরবঙ্গ মহাসড়কের ছোটবড় আরও ১০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক এখলাক উদ্দিন বলেন, “উত্তরবঙ্গের ২২ জেলা থেকে মানুষ নির্বিঘ্নে ঢাকায় যাতায়াত করতে পারবে। আর কোনো যানজটের সৃষ্টি হবেনা।”

রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় ৪ লেনের সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মিঠাপুকুর ও পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে তিনটি আন্ডারপাসও উদ্বোধন করা হবে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page