September 14, 2025, 5:56 pm
শিরোনামঃ
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার  ফিলিস্তিনর গাজায় পোকার কামড়ে অতিষ্ঠ ইসরায়েলি সেনারা ; ছড়িয়ে পড়ছে চর্মরোগ মুসলিম দেশগুলো মিলে ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠনের আহ্বান জানাল ইরান মার্কিন নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধ  করতে হবে :  ট্রাম্প ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

আগামীকাল বৃহস্পতিবার ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সিরাজগঞ্জের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন প্রকল্পের নির্মিত ১৪টি ওভারপাস, বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করা হবে। ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দেশের আট বিভাগের ৩৯টি জেলায় সাড়ে ৯ কিলোমিটার সেতু ও ওভারপাস উদ্বোধন হবে বৃহষ্পতিবার। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪০, ঢাকা বিভাগের ৩২, চট্টগ্রাম বিভাগের ২৭ ও রাজশাহী বিভাগে ২২টি সেতু রয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১২, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে এবং সিলেট বিভাগে রয়েছে একটি সেতু।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজের চাপ কমাতে কেওয়াটখালী রেল ব্রিজের পাশে একটি আর্চ স্টিল সেতু এবং নগরীর রহমতপুরে ব্রহ্মপুত্রে আরেকটি সেতুর নির্মাণ করা হচ্ছে। এ দুটি সেতুর ভিত্তি প্রস্তর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ময়মনসিংহ বিভাগের ৪০টি সেতুও উদ্বোধন করা হবে।

ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এই সেতুর কারণে পরিবহন সেক্টর ও অন্যান্য সেক্টরগুলো, কৃষি উৎপাদিত পণ্য এবং শিল্পাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারী শিল্পগুলোর সঙ্গে মানুষ সংযুক্ত থাকতে পারবে। তাদের জীবনমান উন্নয়নে এই সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, “তরুণ প্রজন্ম, যাদেরকে নেত্রী ডিজিটাল বাংলাদেশে দিয়েছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশে নেতৃত্বে দিবে। এই তরুণ প্রজন্ম জননেত্রী শেখ হাসিনার এবং ওনার উন্নয়নের প্রতি আস্থাশীল।”

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা সেতুটিও উদ্বোধন হচ্ছে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার লাখ-লাখ মানুষ উপকৃত হবে। উত্তরবঙ্গ মহাসড়কের ছোটবড় আরও ১০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক এখলাক উদ্দিন বলেন, “উত্তরবঙ্গের ২২ জেলা থেকে মানুষ নির্বিঘ্নে ঢাকায় যাতায়াত করতে পারবে। আর কোনো যানজটের সৃষ্টি হবেনা।”

রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় ৪ লেনের সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মিঠাপুকুর ও পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে তিনটি আন্ডারপাসও উদ্বোধন করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page