অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরায়েলের স্থলসেনা অভিযান চালাচ্ছে। আর এ অভিযান সহজে বন্ধ হবে না।
রবিবার দুপুরেও একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, গাজায় বেসামরিক মানুষ কী অবস্থায় আছে, তার কোনো খোঁজ মিলছে না।
ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ ব্যাহত হয়েছে। রবিবার রাতে ইসরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা ক্রমশ ফিরছে। তবে নেতানিয়াহু বলছেন, ‘পরিস্থিতি খুব সহজে স্বাভাবিক হবে না। গাজার লড়াই শেষ হতে সময় লাগবে।’
এদিকে মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে,পরিস্থিতি ভয়াবহ। গাজা স্ট্রিপে ফিলিস্তিনি নাগরিকেরা কার্যত হামলে পড়েছেন। তারা সকলেই আশ্রয়প্রার্থী। লুঠতরাজও শুরু হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক বলেও জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের কর্মকর্তারা। সূত্র : ডয়েচে ভেলে
Leave a Reply