November 20, 2025, 5:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ঝিনাইদহের মহেশপুরে ডেকে নিয়ে ইটভাটার লেবার সর্দারকে গলা কেটে হত্যার চেষ্টা ; হত্যার চেষ্টাকারী বাবুল আটক মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ফেন্সিডিল-মদ-গাঁজা উদ্ধার অবৈধ ইটভাটায় বিপর্যস্ত মাগুরার পরিবেশ: জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা সত্ত্বেও চলছে ইটভাটা ইরানের প্রখ্যাত ক্বারীদের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরোত পাঠাতে জাতিসংঘে প্রস্তাব গৃহীত মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের গেজেট জারি কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ের বাংলাদেশ সফর শুরু আসন্ন নির্বাচনের আগেই ধান-চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার :খাদ্য উপদেষ্টা সুপ্রিম কোর্টের রাযে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ; পরের নির্বাচন থেকে কার্যকর
এইমাত্রপাওয়াঃ

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন আছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘(পোশাক শ্রমিকদের আন্দোলনে) তাদের তো অবশ্যই ইন্ধন আছে। তারা উসকানি দিচ্ছে, গুজব সৃষ্টি করছে। উসকানি আর গুজব সৃষ্টি করে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আমি বলবো, তাদের কথায় বিভ্রান্ত হবেন না।’

শুক্রবার (১০ নভেম্বর) সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা আরও বাড়ানোরও তাগিদ দেন ওবায়দুল কাদের।

যৌথসভায় বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলনের নামে ‘চোরাগোপ্তা হামলা’ প্রতিরোধের ডাক দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে দেশে বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আজকে বিভিন্নভাবে দেশে সরকারের ‍বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমরা লক্ষ্য করেছি। আজকে ২৮ অক্টোবরের আন্দোলন ব্যর্থ হয়েছে।’

বিএনপি নেতাকর্মীদের আগুন সন্ত্রাস প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা তাদের পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। আজকে আবারও তারা গাড়ি পোড়ানো শুরু করেছে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে যেখানে যেভাবে নাশকতা হতে পারে, সেখানে সেভাবেই আপনাদের উপস্থিত হবে। আগুন সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে।’

এ সময় ‘সামনের দিনগুলোতে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে’ বলে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান থাকার কথা বলেন। যৌথসভায় ‘এ লড়াই আদর্শিক লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততে হবে। এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততে হবে। এ লড়াই আমাদের উন্নয়ন ও অর্জনের লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততে হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্ব রাজনীতির প্রসঙ্গ তুলে সেতুমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বই আজ অগ্নিগর্ভ এক পরিস্থিতিতে রয়েছে। সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতেই বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। শেখ হাসিনার মতো একজন নেতা বাংলাদেশে আছেন বলেই আজ আমরা ঘুরে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছি।’

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page