November 13, 2025, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন আগামী বছর হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধনে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল সহায়তা দিল দ. কোরিয়া গত অক্টোবরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাকফুল- আংটি-বদনা ফিরে পেলেন বাগেরহাটের শ্রাবণী বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি বিজয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে অনুষ্ঠিত হেমট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে একজন উদীয়মান টগবগে যুবক  মুহতাসিন রহমান সাদনান সহ দু ‘জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন | তন্মধ্যে আরেকজন হলেন, সংশ্লিষ্ট সিটি কাউন্সিলের একাধিকবার নির্বাচিত কাউন্সিলম্যান ও বর্তমান প্রো-মেয়র কামরুল হাসান |

আমেরিকান, ইয়েমেনি ও বাংলাদেশী সহ অন্যান্য ভিনদেশীয় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে গত ৭ নবেম্বর-২০২৩ অনুষ্ঠিত এই নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন |

তন্মধ্যে আমেরিকান বাংলাদেশি বংশোভূত হিসেবে  কাউন্সিলর পদে বিজয়ী হন বর্তমান প্রো- মেয়র মোহাম্মদ কামরুল হাসান | তিনি ১৬১৮ ভোট পেয়ে বিজয়ী হন |

এদিকে ২য় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইয়েমেনি বংশোভূত মোহাম্মদ আলসুমারি | তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৩০৯ |

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি বংশোভূত আমেরিকান হিসেবে সংশ্লিষ্ট সিটি কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন উদীয়মান টগবগে যুবক মুহতাসিন রহমান সাদমান।  তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৩৮।

পাশ্ববর্তী কানাডা রাষ্ট্র ঘেঁষা সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজ্য নগরী (গাড়ি ও সংশ্লিষ্ট পার্স তৈরির কারখানা,বিক্রি)র এক অনন্য স্থান হিসেবে বিশ্বে পরিচিত এই মিশিগানে লাখের অধিক বাংলাদেশী বসবাস করছে | এসব বাংলাদেশির শতকরা ৯০% লোক এইসব ফ্যাক্টরিতে কাজ করেন |

সেই সঙ্গে অন্যান্য কর্মস্থলে নিজেদেরকে নিয়জিত রাখলেও শুধু বাংলাদেশী নয়, আমেরিকান সহ অন্যান্য রাষ্ট্র ও সম্প্রদায় ভুক্ত কমিউনিটির সার্বিক কল্যাণেও অনেক বাংলাদেশি সামাজিক কর্মকান্ডে পরিচালনা করে আসছেন |

ফলে আমেরিকান সহ অনেকের কাছেই বাংলাদেশিদের জনপ্রিয়তা এখন প্রায় বেশ তুঙ্গে |আর এরই ধারাবাহিকতায় ভোটারদের ভোটে সংশ্লিষ্ট সিটি একরকম বাংলাদেশী বা মুসলিম সম্প্রদায় ভুক্ত জনপ্রতিনিধিদের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে |

এদিকে বাংলাদেশী এবং মুসলিম প্রার্থীরা বিজয়ী হওয়ায় পুরো হেমট্রামিক সিটির বাসিন্দাদের মাঝে বইছে আনন্দের জোয়ার | চলছে মিষ্টি বিতরণ ও ভুঁড়ি ভোজের উৎসব |

সিটি কাউন্সিলে বর্তমানে আরো দু’জন বাংলাদেশি বংশোভূত কাউন্সিলম্যান রয়েছেন | তারা হচ্ছেন- মুহিত মাহমুদ ও আবু মুসা |

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page