December 17, 2025, 3:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত মাগুরার হাজরাপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  মহান বিজয় দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় : মির্জা আব্বাস নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ৩ যুদ্ধজাহাজ বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা
এইমাত্রপাওয়াঃ

একটা অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, একটা অবাধ নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করতে যাচ্ছি এবং অনেকেই নির্বাচনে অংশ গ্রহণ করবে। বিএনপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। সকলের কছেই একটা গ্রহণ যোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করতে যাচ্ছি। এবং অনেকেই অংশ গ্রহণ করবে এই নির্বাচনে। আজ বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের মনোনিত ভোলা-১ আসনের প্রার্থী তোফায়েল আহমেদ ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আরিফুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে ভোলা শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নেন তোফায়েল আহমেদ।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page