বশির আল–মামুন, চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করে ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর হবে জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) হুইপ সামশুল চন্দনাইশ সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ আদালতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেন।
চন্দনাইশ সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী অনি গুপ্ত বলেন, হুইপ সামশুল হক চৌধুরী নিজে আদালতে উপস্থিত হয়েছেন। তিনি আচরণবিধি লঙ্ঘনের কারণে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তার লিখিত ব্যাখ্যা আদালত গ্রহণ করেছেন। এ বিষয়ে প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে।
এর আগে ৩০ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন হুইপ সামশুল হক চৌধুরী। এ কারণে ১ ডিসেম্বর চট্টগ্রাম-১২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ তাকে ব্যাখ্যা দিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে হুইপ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।
চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার
বশির আল–মামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে নগরের খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান (২৪)।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর খুলশী থানার দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা রিল্যাক্স পরিবহনের একটি গাড়িতে মশাল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িটির চালক ও সহকারী দগ্ধ হন। তবে গাড়িটির আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত নিভিয়ে ফেলা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, নগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে গত ৩ ডিসেম্বর খুলশী থানার আহ্বায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিল করেন। গত ৩১ অক্টোবর নগরের দামপাড়ায় গরীবউল্লাহ শাহ বাস কাউন্টার এবং ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনাও হৃদয় ও তার সহযোগীরা ঘটিয়েছিলেন।
চট্টগ্রামের পাহাড়তলীতে হেলে পড়েছে ৩তলা ভবন
বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি তিনতলা ভবন হেলে পড়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এটি হলে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আমরা বেলা ১২টার দিকে সংবাদ পেয়েছি একটি ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ভবনটি পাশের ভবনের সঙ্গে হেলে আছে। হেলে পড়া ভবনটির পাশ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি খাল খননের কাজ চলছে। খননের কারণে খালের পাশে মাটি সরে গেছে। একারণে ভবনটি হেলে পড়েছে।
Leave a Reply