অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেঁয়াজ বয়কট করে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাইকিং করেছেন আলী আজম টিটো নামের একজন শিক্ষক। তার এই আহ্বান সাড়া ফেলেছে জনমনে
আলী আজম টিটো, পেশায় একজন শিক্ষক। যশোর শহরের ব্রাদার্স টিটোস্ হোম নামের একটি স্কুলের পরিচালক। রাস্তায় নেমেছেন পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে।
যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুরে ঘুরে মাইকিং এর মাধ্যমে তিনি জানান, ‘আমরা সাধারণ মানুষ। আমরা তোমাদের সঙ্গে পারব না। যখন পারব না, তখন আমরা তোমাদেরকে বয়কট করব। পেঁয়াজ এমন কোনো পণ্য না, যে আমাদের লাগবেই। সুতরাং আমরা পেঁয়াজ বয়কট করলাম।’
আলী আজম টিটো বলেন, ডিম, পেঁয়াজ, মাংস, চালসহ সব নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিরকারণে এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দীর্ঘ সময় পার হলেও সরকার এ সিন্ডিকেটটি ভাঙতে ব্যর্থ। তাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি এগুলো বয়কট করছি। অন্যরাও যদি বয়কট করে সিন্ডিকেটের প্রতিবাদ করে, তাহলে মজুতদার সিন্ডিকেটটি ভেঙে যাবে।
মাইকিংয়ে আলী আজম টিটো আরও বলেন, আজ এত মধ্য স্বত্ত্বভোগী থাকবে কেন? কৃষকও দাম পাচ্ছেন না, অথচ আমাদের মত সাধারণ মানুষদের এ সব কৃষি পণ্য বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সরকারকে এমন ব্যবস্থা করতে হবে, যাতে কৃষক সরসরি সাধারণ মানুষের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। সেগুলো কিছু কিছু প্রতিষ্ঠিত হলেও, সিন্ডিকেটের কারণে তা ভেস্তে যাচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। তাই যেসব পণ্যের দাম বাড়বে সেগুলো না কিনে আমরা আমাদের অবস্থান থেকে সবাই প্রতিবাদ জানাবো। তাহলে অন্তত ওই সিন্ডিকেটটি ভাঙবে।
এসময় অনেকেই টিটোর এ উদ্যোগকে সমর্থন জানিয়ে তার সঙ্গে যোগ দেন। তারা নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply