অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বহু মাস স্থায়ী হবে।
গাজা থেকে হামাসকে নির্মূলের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
গাজায় জিম্মি হিসেবে আটক সকল ইসরাইলীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনী জটিল যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং লক্ষ্য অর্জনে সময় লাগবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, হামাস নির্মূল না হওয়া এবং জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত এ যুদ্ধ চলবে।
ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের অভিযানে আট হাজার জঙ্গী নিহত হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আমরা নিশ্চয়তা দেবো গাজা আর ইসরাইলের জন্যে হুমকি হয়ে উঠবে না।
তিনি বলেন, ধাপে ধাপে আমরা হামাসের সক্ষমতা ধ্বংস এবং নেতাদের নির্মূল করবো।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী হামলায় ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনী নিহত হয়েছে। যার অধিকাংশ নারী ও শিশু।
Leave a Reply