ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করে আসছেন।
এরই ধারাবাহিকতায় মাগুরার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জের তত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে শুক্রবার ১৬ ফেব্রুয়ারী ৯.৪৫ টার সময় মাগুরা থানাধীন পৌরসভাস্থ ভায়নার মোড়ের দও ফিলিং স্টেশনের পূর্ব পাশে যাত্রী ছাউনীর সামনে হইতে ৮ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী সাথী খাতুন (২৪), পিং-কিবলু ফকির, সাং-সত্যবানপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত বড় সুটকেস থেকে ৮ কেজি গাঁজার টোপলা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা হয়েছে।