ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২১ মে মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে ও মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিটে ৫৪ টি কেন্দ্র থেকে শালিখা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শ্যামল কুমার দে আনারস প্রতীকে ৩১ হাজার ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজাউল ইসলাম মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৮৪ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট সজিব হোসেন ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার শাবানা ফুটবল প্রতীকে ১৮ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী দিপ্তী গাঙ্গুলী পেয়েছেন ১৭ হাজার ৩২৫ ভোট। শালিখা উপজেলায় ৫৪ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন।
মহম্মদপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৯৭৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ কবিরুজ্জামান শালিক প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ ঈদুল শেখ চশমা প্রতীকে ৪৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুজন শিকদার তালা প্রতীকে ২২ হাজার ১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হাসান হাঁস প্রতীকে ৩৮ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপ্না রানী বিশ্বাস কলস প্রতীকে ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। মহম্মদপুর উপজেলায় ৬৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৩৬২ জন।
সহকারী রিটার্নিং অফিসারের সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল প্রদানকারীর নাম ও পদবী হলো মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ মন্ডল ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
Leave a Reply