অনলাইন সীমান্তবাণী ডেস্ক :রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুটি পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে একইসঙ্গে তিনজনের মৃত্যুর তথ্য রয়েছে। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, শনিবার বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদে বোটের ওপর বজ্রাঘাতে একসঙ্গে তিনজন নিহত হন। এ ঘটনায় কাপ্তাই হ্রদের বোটচালক আক্কাস আলী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন- গৃহবধু রিনা বেগম (৩৫) এবং বোটের যাত্রি জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদমে বাড়িতে ফেরার পথে বজ্রাঘাতে বোটের তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বোটচালক এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, বজ্রপাতে পৃথক ঘটনায় আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু নিহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, বজ্রাঘাতে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply