জাফিরুল ইসলাম : আমন ধানের ফলন ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় যশোর ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি সম্পসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি, চেয়ারম্যান, বিএডিসি, ড.মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব, ( সম্পসারণ অনুবিভাগ) কৃষি মন্ত্রণালয়, ঢাকা,মো: তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরজমিন,উইং কৃষি সম্পসারণ অধিদপ্তর, ড. শাহাজাহান কবীর মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইউটিউট,গাজীপুর,ড. ফকরে আলম ইবনে হাবিব নির্বাহী পরিচালক তুলা উন্নয়ন বোর্ড,ফার্মগেট ঢাকা,মো: রাফিকুল হাসান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) যশোর, দীপক কুমার রায়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্পসারণ অধিদপ্তর যশোর অঞ্চল।
এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.মোহাম্মদ আরশেদ আলী চৌধুরী,তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক খামারবাড়ি ঢাকা।
কর্মশালায় যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন জেলা উপজেলায় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply