স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর নামকস্থানে যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে ৪ কোটি ৮৫ লাখ ৮১হাজার ৫৪ টাকা মুল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৫ কেজি ১৪.৫৯ গ্রাম।
এ ঘটনায় ৩জনকে আটক করেছে। বুধবার (১৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার ও আসামী আটক করা হয়।
৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক শাহ মো: আজিজুস শহীদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজিবিএম এর নেতৃত্বে একটি দল মহেশপুর-জীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে তিন যাত্রীর শরীর থেকে এই র্স্বণের বার উদ্ধার করে।
এ সময় বাস থেকে আটক করা হয় তপু পাল(৩৭), মোহন চক্রবর্তী (৪২)ও আব্দুর রাজ্জাক (৫৫) কে। তাদের প্রত্যেকের শরীরে ৪টি করে স্বর্ণের বার কোমরে বাধা ছিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply