জাফিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এসময় ভাংচুর ও লুটপাট করা হয়েছে অন্তত ৩০ টি বাড়িঘর। আহত হয়েছে অন্তত ৫ জন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুরাপাড়া ও হীরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পোড়াহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ ও সদর উপজেলা যুবলীগের আহŸায়ক ইব্রাহিম খলিল রাজার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সকালে সুরাপাড়া ও হীরাডাঙ্গা গ্রামে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাংচুর ও লুটপাট করা হয় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ীঘর। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিলো। সংবাদ পাওয়ার পর আমরা সেখানে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত
জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে নাতি। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। নিহত শিশু সিয়াম (১২) ভাটই গ্রামের ভ্যান চালক বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। সকালে মৃত দাদাকে দেখতে যায় শিশু সিয়াম। দেখে বাড়ি ফেরার পথে পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সেসময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারু প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষককে বিদায় ও
নতুন শিক্ষকদের বরণ
জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারু প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষককে বিদায় ও নতুন শিক্ষকদের বরণ করে নেওয়া হয়েছে। দুপুরে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে স্বপ্নচারু প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহীন চারুদেশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এবং রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, প্রতিষ্ঠানের আবৃত্তি শিক্ষক আল-মামুন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইসরাত জাহান প্রিতী ও আফসানা আক্তার মীম। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষক ডালিয়া সুলতানাকে সম্মামনা ক্রেষ্ট দিয়ে বিদায় জানানো হয় ও নতুন শিক্ষক তামান্না আক্তার, চাঁদনী আক্তার মীম, মৌনতা হাসানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, স্বপ্ন শেখায়, স্বপ্ন দেখায় এ শ্লোগানে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দি সড়কের উজির আলী স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে ২০১৭ সালে হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বর্তমানে প্রতিষ্ঠানে শতাধীক শিক্ষার্থীদের নিয়ে ড্রইং এন্ড পেইন্টিং, হাতের সুন্দর লেখা, আবৃত্তি, উপস্থাপনা ও বিতর্কসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার
জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাঃ কাওসার হামিদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজী পার্কে (স্বাচিপ)’র যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ ৯টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাঃ কাওসার কে নির্বাচিত করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির স্বাচিপ যশোর জেলা আহবায়ক ডাঃ এম এ বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, (স্বাচিপ)’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ্ মোহাম্মাদ নাজমুল হক সহ অনান্যারা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাঃ কাওসার হামিদ নির্বাচিত হওয়ায় তাদের প্রাশঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চিকিৎসকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply