03 Dec 2024, 11:23 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরাইল যে তিন লাখ সেনা তলব করেছে তার মধ্যে নেই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর। এতে ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরা বলছে, হামাসের হামলার ভয়ে দেশকে ত্যাগ করে প্রধানমন্ত্রীর ছেলে আমেরিকা ফ্লোরিডায় অবস্থান করছে। প্রধানমন্ত্রীর ছেলের যুদ্ধে যোগ না দিয়ে আমেরিকায় থেকে অলাভজনক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনাকে তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।

লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলের একজন স্বেচ্ছাসেবী সেনা বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে যখন ফ্লোরিডার মিয়ামি বিচে জীবনকে উপভোগ করছেন তখন সীমান্তে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি।” ইসরাইলের এই ক্ষুব্ধ সেনা ব্রিটিশ পত্রিকাকে নিজের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। তিনি বলেন, তার পরিচয় প্রকাশ করলে নিরাপত্তাগত সমস্যা দেখা দিতে পারে।

ইসরাইলের এই রিজার্ভ সেনা বলেন, “বর্তমান পরিস্থিতির জন্য দায়ী লোকেরা তাদের ভাগের বোঝা বহন করছে না, এতে  অবিশ্বাস ও ক্রোধ সৃষ্টি হচ্ছে।”

আরেক সেনা টাইমসকে বলেন, “আমাদের ভাই, আমাদের বাবা, ছেলেরা সবাই সামনের সারিতে যাচ্ছে, কিন্তু ইয়াইর এখনো এখানে নেই। এটা দেশের নেতৃত্বের প্রতি আস্থা তৈরিতে সাহায্য করছে না।”

হামাসের বিরুদ্ধে দক্ষিণ ফ্রন্টে মোতায়েন অন্য আরেক রিজার্ভ সেনা জানান, তিনি চাকরি ও পরিবার ছেড়ে আমেরিকা থেকে ফিরে এসেছেন।

 

হামাসের হামলার ভয়ে নেতানিয়াহুর ছেলে আমেরিকায় ; ক্ষুব্ধ ইসরাইলি সেনারা বলছে ‘এটি বিশ্বাসঘাতকতা’