10 Jan 2025, 04:43 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

নতুন তিন বিচারপতি হলেন— মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন। তারা হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।

এদিকে বিকেল ৪টায় নতুন তিন বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি আছেন। নতুন তিনজনসহ মোট বিচারপতি দাঁড়াল ৯ জনে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ