03 Oct 2024, 08:59 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৮১৯ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৪৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় ৬৬ লাখ ৬৭ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন মোট ৬৩ কোটি ৪ লাখ ৮৪ হাজার ২৫২ জন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময় দেশটিতে ২৮২ জনের মৃত্যু হয়। আর নতুন শনাক্তের তালিকায় প্রথমে রয়েছে জাপান। দেশটিতে ১ লাখ ৬৮ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

তবে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ কোটি ১৭ লাখ ১৪ হাজার ১৫৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৭৯৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও জাপানের পর মৃত্যুর তালিকায় রয়েছে যথাক্রমে, ব্রাজিল ২১৭ জন, ফ্রান্সে ১০৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৫৮, রাশিয়ায় ৫৭, কলোম্বিয়ায় ৫৩, তাইওয়ান ৩৭ ও ইন্দোনেশিয়ায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

 

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩৫০ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৮৮ হাজার ৮১৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে ১৬৩ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬১ হাজার ৮৯ জন। এরমধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫২৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫৬৩ জন।

চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছন ৬০ হাজার ১৭ জন। এরমধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ১৩৩ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

 

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১৬৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের দেহে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ হাজার বেশি।

মারা মৃত্যুর পরিসংখ্যানও আগের দিনের চেয়ে পৌনে দুইশো বেড়েছে।

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জন। মোট আক্রান্ত হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে এক লাখ ৯০ হাজার ৬০৭ জন। মারা গেছেন ২৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে দুই কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৭৬০ জন আর মৃত্যু হয়েছে ৫২ হাজার ২৮৭ জন।

একদিনে মৃত্যু বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটি আক্রান্তের দিক থেকে চতুর্থ।

গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ২৬১ জন। শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৩০ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৫৭ লাখ ৬১ হাজার ৪৮১ জন। মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৯১ হাজার ৪৩৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৭৯ জনের মৃত্যু  ; শনাক্ত ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭৩০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৭১৪ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬১ হাজার ৭৩৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৬৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ১৯৮ জন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২১৪ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৬৬ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১০ হাজার ৫৬১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৫৩ জন, ফ্রান্সে ১৩৮ জন, রাশিয়ায় ৫৯ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, ইন্দোনেশিয়ায় ৩২ জন, মেক্সিকোতে ২৮ জন এবং হংকংয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১১০৪ জনের মৃত্যু ; শনাক্ত ৫ লাখ ২৫ হাজার ৭৩০