27 Feb 2025, 06:44 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বুধবার সিরিয়ার বিজয়ী এইচটিএস বিদ্রোহীদের অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, দলটি আফগানিস্তানে তালেবানদের বিচ্ছিন্নতা থেকে শিক্ষা নিতে পারে।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।

মূল আল-কায়েদা থেকে আসা এবং তুরস্ক সমর্থিত ইসলামপন্থী দলটি এই মাসে ঝটিকা আক্রমণের মাধ্যমে কয়েক বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে শক্তিশালী নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে সংখ্যালঘুদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউ ইয়র্কে ফরেন রিলেশনস কাউন্সিলে ব্লিঙ্কেন বলেন, ‘তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার জন্য আরও মধ্যপন্থী চেহারা দেখিয়েছিল বা অন্তত চেষ্টা করেছিল। অথচ তারপরেই তার আসল রঙ বেরিয়ে আসে। এর ফলস্বরূপ তারা বিশ্বজুড়ে ভয়ঙ্করভাবে বিচ্ছিন্ন রয়ে গেছে।’

পশ্চিমের দিক থেকে সরে যাওয়ার কিছু প্রাথমিক পদক্ষেপের পর, তালেবান কঠোর ইসলামিক আইন পুনর্বহাল করে, যার মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে নারী ও মেয়েদের নিষিদ্ধ করা।

ব্লিঙ্কেন বলেন,”সুতরাং আপনি যদি সিরিয়ার উদীয়মান গোষ্ঠী হন, আপনি যদি সেই বিচ্ছিন্নতা না চান,তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু জিনিস করতে হবে।”
একটি “অ-সাম্প্রদায়িক” সিরীয় সরকারের আহ্বান জানিয়ে ব্লিঙ্কেন বলেন, যা সংখ্যালঘুদের রক্ষা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং দীর্ঘায়িত রাসায়নিক অস্ত্রের মজুদ অপসারণসহ নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে।

তিনি বলেন, এইচটিএস আসাদের কাছ থেকে অন্যান্য গোষ্ঠীর সাথে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার বিষয়েও শিক্ষা নিতে পারে।

ব্লিঙ্কেন বলেন, “কোনো ধরনের রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে আসাদের সম্পূর্ণ অস্বীকৃতি ছিল তার পতনের মূল কারণ।”

 

সিরিয়ার এইচটিএস’কে তালেবান বিচ্ছিন্নতা থেকে শিক্ষা নিতে হবে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার পরিবর্তে তেল আবিবকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি বুধবার কায়রোয় ডি-এইটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২১তম সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

আরাকচি বলেন, “আন্তর্জাতিক সমাজ গাজায় ভয়াবহ আগ্রাসন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ব্যর্থতার পাশাপাশি যুক্ত হয়েছে তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা।”

আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় ডি-এইট শীর্ষ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে আরাকচি আশা প্রকাশ করেন যে, শীর্ষ সম্মেলন থেকে গাজা, লেবানন ও সিরিয়ায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে কঠোর বার্তা দেয়া সম্ভব হবে।

আজ আরো পরে মিশরের রাজধানী কায়রোয় উন্নয়নশীল আট দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-এইটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডি-এইটের সদস্য দেশগুলো হচ্ছে, ইরান, বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া।

সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাতে কায়রো পৌঁছেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ডি-এইট সম্মেলনে অংশ নিচ্ছেন বলে ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে।

গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক ব্যর্থতায় ডি-৮ সম্মেলনে ইরানের দুঃখ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরো কিছু গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ লুইসিয়ানায় প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে।

বিবৃতিতে গভর্নর নিউজম বলেছেন,সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেই জন্য রাজ্যজুডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনো পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ব্যক্তি থেকে ব্যক্তিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কোনো খবর পায়নি বলে জানিয়েছে।

নিউজম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখবো।

 

বার্ড ফ্লু আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সব ধরনের উস্কানি থেকে বিরত থাকা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামী। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি’র প্রতি ইরানের প্রতিশ্রুতি এবং অন্যদের এনপিটি’র বাধ্যবাধকতা মেনে চলা থেকে বিরত থাকার বিষয়টিও বিবেচনা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে পরমাণু বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মোহাম্মদ ইসলামী একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক এই সংস্থাকে নিরপেক্ষতা ধরে রাখতে হবে এবং পেশাদার আচরণ করতে হবে।

ইরানের এই কর্মকর্তা বলেন, “আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে উসকানিমূলকভাবে একপক্ষীয় দৃষ্টিভঙ্গি এবং যেসব পক্ষ পরমাণু ইস্যুতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না সে ব্যাপারে কোনকিছু বলতে অনীহা প্রকাশ গ্রহণযোগ্য নয়। আমরা আশা করব- গ্রোসি একজন ঝানু কূটনীতিক, তিনি এই বিষয়গুলো মেনে চলবেন।”

রাফায়েল গ্রোসি সম্প্রতি ইতালির একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন যে, ইরান বর্তমানে পরমাণু ক্ষেত্রে অনেক জোরালো সক্ষমতা অর্জন করেছে। তিনি দাবি করেন, ইরানের হাতে বর্তমানে ৬০ থেকে ৯০ মাত্রার সামরিক স্তরের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে। গ্রোসি আরো বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে বাস্তবিক অর্থে পরমাণু শক্তিধর দেশের কাতারে রয়েছে।

 

উসকানি থেকে বিরত থাকুন, নিরপেক্ষতা বজায় রাখুন ; আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের মেট্রোপলিটন এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে দশ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। গতরাতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিব মেট্রোপলিটনের গুশ ড্যান এলাকায় আঘাত হানে। ওই এলাকায় ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা অবস্থিত।

খবরে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায়।

ইসরাইলি গণমাধ্যম বলছে, ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের মধ্যাঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, জেরুজালেম পোস্ট জানিয়েছে, পবিত্র আল- কুদস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরাইল জুড়ে সাইরেন বাজানো হয়। এছাড়া, এইলাত বন্দরনগরীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে- এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারেই তিনি কথা বলবেন।

 

ইসরাইলের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত ; সবাই বাঙ্কারে