01 Mar 2025, 03:36 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রামে সোমবার ইসরাইলি হামলায় নয় জন নিহত হয়েছে। ইসরাইল দাবি করেছে  এক ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালে হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলার প্রতিশোধ নিতে তারা এসব হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকেব এএফপি জানায়, ইসরাইল ও হিজবুল্লাহ উভয়ই সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়। লেবাননে হাজার হাজার মানুষ হত্যা ও সীমান্তের উভয় দিকে ব্যাপক বাস্তুচ্যুত হওয়ায় যুদ্ধটির অবসান ঘটাতে বুধবার যুদ্ধ বিরতিটি কার্যকর হয়।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননে হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোতে, কয়েক ডজন লঞ্চার আঘাত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল দাবি করেছে, লেবানন সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের দায়িত্ব পালন করবে এবং হিজবুল্লাহর শত্রুতামূলক কার্যকলাপ প্রতিরোধ করবে।’

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হামলায় হারিস গ্রামে প্রাথমিকভাবে পাঁচজন নিহত ও দু’জন আহত হয়েছে। তালুস গ্রাামে, আরও চারজন নিহত ও একজন আহত হয়েছে।
এর আগে, হিজবুল্লাহ জানায়, এটি ইসরাইল ও লেবাননের মধ্যকার সীমান্ত এলাকার একটি বিতর্কিত দখলকৃত অংশ ‘কফার শোবার পাহাড়ে’ একটি ইসরাইলি অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহ বিতর্কিত হার ডভ এলাকায় তাদের এক পোস্টের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ওই হামলার পর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে ‘গুরুতর লঙ্ঘনের’ জন্য অভিযুক্ত করেছেন এবং কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং হিজবুল্লাহর যেকোনো লঙ্ঘনের প্রতিক্রিয়া জানাতে দৃঢ়প্রতিজ্ঞ, তা যত ছোট বা গুরুতর হোক না  কেন।’

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

এর কিছুক্ষণ পরে, ইসরাইলি সামরিক বাহিনী জানায় তারা লেবাননে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি দক্ষিণ লেবানন এলাকায় হামলার খবর দিয়েছে। ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরবর্তী এলাকাটিতে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করেছে ।

 

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শপথ নেয়ার আগেই গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান তিনি। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। উক্ত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতির ভোগ করতে হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে।

‘জেরুজালেম পোস্ট’র এক প্রতিবেদনে আজ একথা বলা হয়েছে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি  ভূ-খন্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধরা ১২০৮ জনকে হত্যা করে। এছাড়া দুই শতাধিক ইসরালিকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনো হামাসের হাতে বন্দী আছে ১ শ’র ও বেশি জিম্মি।

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

এদিকে মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রানীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাতকারে বলেছেন, গাজায় জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই ব্যাপারে সুরাহা হয়।

শপথ নেয়ার আগেই গাজায় হামাসের হাতে  জিম্মিদের মুক্তি চান ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন।

তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা।

নয়াদিল্লিতে মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী লু মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে আজ একথা বলা হয়েছে।

ডোনাল্ড লু মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দিবেন।

ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রক্ষিত ইস্যুগুলো স্থান পাবে।

আগামী ৫ ডিসেম্বর ডোনাল্ড লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এই সময় ইউএসএআইডি’র উপ সহকারি প্রশাসক অঞ্জলি কাউর এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপ সহকারি মন্ত্রী রবার্ট ক্যার্ফোথকে নিয়ে শ্রীলঙ্কার সিনিয়র সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।

সহকারি পররাষ্ট্র মন্ত্রী লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি,নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন।

 

 

এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে।

হেগে আইসিসিভুক্ত সদস্যদের উদ্দেশে সংস্থার প্রেসিডেন্ট তোমোকো আকান বলেন, আদালত “জবরদস্তিমূলক ব্যবস্থা, হুমকি, চাপ এবং নাশকতার ঘটনার সম্মুখীন হয়েছে।”

তিনি বলেন, “আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার এখন হুমকির মুখে। মানবতার ভবিষ্যতও তাই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে তার আইনগত কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না।”

গত ২১ নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই সময় আদালত বলেছিল, ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজনের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইসরাইলের অন্ধ সমর্থক আমেরিকা এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। এমনকি মার্কিন রিপাবলিকান দলের কোনো কোনো সিনেটর আইসিসি’র ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্টে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে আইসিসি’র সভাপতি বলেন, কিছু কিছু নির্বাচিত কর্মকর্তা মারাত্মকভাবে হুমকি দিচ্ছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তিনি বলেন, “যদি আদালত ভেঙে পড়ে, তবে সমূহ বিপদ রয়েছে।”

 

নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা জারির পর হুমকি আসছে ; আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ 

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ