24 Feb 2025, 09:01 am

 স্টাফ রিপের্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আরো ৩৯ হাজার ৩৬৫টি জমিসহ ঘর হস্তান্তর করেছেন।

আজ ২২ মার্চ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন ।

‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরেও ৪র্থ ধাপে ২০ জন ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নাথুন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

 

 

 

ঝিনাইদহের মহেশপুরের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘরের দলিল ও চাবি হস্তান্তর

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রী অপহরণের ৯দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধারকরা সম্ভব হয়নি। দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা।  গত ১৪ মার্চ উপজেলার ফতেপুর এলাকা থেকে মেয়েটি অপহরণের শিকার হয়।

এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর পিতা মহেশপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং-৩৭(৩) ২৩। এদিকে অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা। মঙ্গলবার দুপুরে মেয়ের পিতা দিলীপ কুমার ও তার স্ত্রী মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙ্গে পড়েন।

অপহৃত স্কুল ছাত্রীর পিতামাতা জানায়, মেয়েটি তাদের খুব আদরের সন্তান ছিল। সে উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়সহ ৪/৫জন মিলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে। মেয়ের পিতা মাতা মেয়েকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করায় আসামী পক্ষের লোকজন তাদেরকে নানা ধরণের হুমকি দিচ্ছে। তারা দ্রুত সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা জোর তৎপরতা চালাচ্ছে কিন্তু মেয়ের কোন সন্ধান করতে পারেনি। আসামীরা পলাতক রয়েছে।

 

ঝিনাইদহের মহেশপুরে স্কুল ছাত্রী অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি, দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডুর একটি বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে আগামী  ৩ বছর খাওয়ানো হবে পুষ্টিকর দুধ। বুধবার দুপুরে উপজেলার পারদখলপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন এ কর্মসূচির উদ্বোধন করেন। সসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচিতে আগামী ৩ বছর ওই বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে প্রতিদিন পাস্তুরিত দুধ খাওয়ানো হবে। শিক্ষার্থীদের প্রাণিজ পুষ্টির যোগান, স্কুলের প্রতি আরও আগ্রহ করে তোলা, ও স্থানীয় খামারীদের দুধ বিক্রয় সহজ করবে এই কর্মসূচিটি।

 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন, ৩ বছর ২১৭ শিশুকে খাওয়ানো হবে দুধ

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউস ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারী বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার ৭ হাজার ৮৫০ জন কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার এবং ১ হাজার ৮ শত জন কৃষকের মাঝে পাটের বীজ ও সার বিতরণ করা হবে।

২১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী ও

উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন।

 

ঝিনাইদহের মহেশপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে আজ সোমবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিবাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শফিকুল আজম খান চঞ্চল।

মহেশপুরের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে আজ সোমবার সকালে কিশোরীদের সচেকনা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারজানা নাজনীন শার্ম্মী, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, ইরেসপো প্রকল্পের কর্মকর্তা প্রমেট চন্দ্র বর্মণ প্রমুখ।
পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।

মহেশপুরের খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশে চাকরি পেয়েছেন ৬৮ তরুণ-তরুণী। রোববার (১৯ মার্চ) রাত ১১টার দিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান।

জেলার মহেশপুর উপজেলার আঁখিতারা খাতুন তিনি বলেন, স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধানে আশাহত হয়েছিলাম। হঠাৎ একদিন জানতে পারি পুলিশে চাকরি পেতে কোন টাকা লাগে না। পরে ১২০ টাকায় আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়াই। বাছাইয়ে উত্তীর্ণ হয়ে বিনা টাকায় চাকরি পেয়েছি।

আঁখিতারার বাবা আখের আলী বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় মেয়ে চাকরি পেয়েছে। টাকা ছাড়া মেয়ের চাকরি হবে ভাবতে পারিনি। চাকরি পাওয়া প্রমাণ পেলাম পুলিশের চাকরিতে ঘুস লাগে না।

পিতৃহারা শাহরিয়ার জোবায়ের। লেখাপড়া ও নিজের ভবিষ্যৎ নিয়ে ছিলেন শঙ্কার মধ্যে। পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগ আপ্লুত শাহরিয়ার জোবায়ের। কথা বলতে পারছিলেন না।

সদর উপজেলার পোড়া বাকড়ি এলাকার এ তরুণ বলেন, আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখা পড়া করাচ্ছেন। আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরেছি দেশের জন্য নিজের জীবন বাজি রাখবো। এ সময়ে তাদের সবার চোখে ছিল আনন্দ অশ্রু।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান জানান, জেলায় পুলিশের ৬৮ জন কনস্টেবল নিয়োগের জন্য ২, ৩ ও ৪ মার্চ দুই হাজার ৩৪৮ জন প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। এতে যাচাই-বাছাইয়ের পর শারীরিক সক্ষমতা অর্জন করেন ৪১৮ জন চাকরি প্রার্থী। গেল ৯ মার্চ যাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬৪ জন। আর ১৯ মার্চ রোববার চূড়ান্ত পরীক্ষায় পাশ করেন ৬৮ জন।

 

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে ৬৮ তরুণ-তরুণীর চোখে আনন্দের অশ্রু

স্টাফ রিপোর্টার : জাতীয় শ্রমিক লীগ মহেশপুর উপজেলা শাখা’র আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা শ্রমিক লীগের কর্মীসভায় ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান এবং যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম। কমিটিতে খন্দকার আবু জাফর আহ্বায়ক এবং শেখ বাবু সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ন আহবায়ক-নাজমুল হুদা জিন্টু,নাসরিন সুলতানা,দিদারুল ইসলাম সাজু,সদস্য-নাসির উদ্দিন,কবির হোসেন,আক্কাস উদ্দিন,নুর হোসেন,ডাবলুর রহমান,মানিক হোসেন,মারুফ হোসেন,মাজহারুল ইসলাম,সাগর হোসেন,আবুল কাশেম,রানা মিয়া,রতন মিয়া,দেলোয়ার হোসেন,জিয়াউর রহমান,ইব্রাহিম মন্ডল,হাসেম আলী,আবুল বাশার,শাহাজান আলী।

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

মহেশপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন ; উপজেলা আওয়ামী লীগের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ডিপিজি মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে কিশোরীদের সচেতনামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ মার্চ রোববার সকালে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন, উপজেলা বিআরডিবির অফিসার বাহারুল ইসলাম, ইরেসপো প্রকল্পের কর্মকর্তা প্রমেট চন্দ্র বর্মণ, ডিপিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ এমপি শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ আলী।

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : পুর্ব শত্রুতার কারণে প্রকাশ্য দিবালোকে এলাকার কতিপয় যুবক দেশীয় অস্ত্র হাতে নিয়ে মিন্টু মিয়ার বাড়ি-ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

১৯ মার্চ রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুরের সেজিয়া গ্রামের মিন্টু মিয়ার বসত বাড়ির দু’টি ঘরের তারা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। তাদের হাতে অস্ত্র থাকার কারণে এলাকার কেউ সামনে এগিয়ে আসতে সাহস পায়নি।

এ ঘটনায় মিন্টু মিয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, পুর্ব শত্রুতার কারণে সেজিয়া গ্রামের লাল মিয়া, অতিয়ার বিশ্বাস, আইয়ুব আলী বশ্বাস, মোজাফ্ফর, কামাল, জামাল, ইনু, আইয়ুব আলী, ইউছুফ আলী, সবুজ, আনিছুর রহমান, রফি উদ্দীন, মেহেদী হাসানসহ অজ্ঞাত আরো কয়েক জন দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্য দিকালোকে সেজিয়া গ্রামের মিন্টু মিয়ার বসত বাড়ির দু’টি ঘরের তারা ভেঙ্গে গুড়িয়ে দেয়।

মিন্টু মিয়া জানান, তাদের সাথে আমাদের বেশ কিছু দিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। এমনকি তারা আমাকে মারার জন্য চেষ্টাও করে যাচ্ছে।

ঝিনাইদহের মহেশপুরে দেশীয় অস্ত্র নিয়ে বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে কতিপয় সন্ত্রাসী