22 Feb 2025, 11:04 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে হিলারিয়ন হেগি নামের একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়,  হিলারিয়ন হেগি নামে ওই পুরোহিত ইসলাম গ্রহণের পর নিজের নাম পাল্টে রেখেছেন সাইদ আব্দুল লতিফ।

সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রভিত্তিক ওই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

নিজের সিদ্ধান্তকে হিলারিয়ন হেগি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি তার কাছে নিজের বাড়িতে ফেরার মতো ঘটনা।

ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি উল্লেখ করেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্রে ক্যাথলিক ধর্মযাজকের ইসলাম গ্রহণ!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমযান মাসে কোনোভাবেই চার পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পবিত্র রমযানে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। বরং এসব পণ্যের দাম কীভাবে কমানো যায়, সেই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।

রেজাউল করিম বলেন, রমযানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র বসাবে সরকার। বর্তমানে মাছ, মাংস, দুধ ও ডিমের যে দাম, বাজার ব্যবস্থাপনাকে আরও সংহত ও মনিটরিং করা হলে দাম আরও কমে আসবে। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পোলট্রি অ্যানিমেল ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। খাদ্য উৎপাদনের ব্যয়ও বেড়েছে। এসবের কারণে খাদ্যের দাম বেড়েছে। মন্ত্রী বলেন, দেশের ভেতরে যাতে বিকল্প খাদ্য তৈরি করা যায়, সে জন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করা হয়েছে। বিদেশমুখী না হতেই বাংলাদেশেই মিশ্র খাদ্য তৈরি হবে।

রমযান মাসে মাছ মাংশ দুধ ডিমের দাম কমবে : প্রাণিসম্পদ মন্ত্রী