23 Feb 2025, 01:33 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পরিবেশ পদক  প্রদানের জন্য তিন জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় এই পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ পদক, ২০২২ চূড়ান্ত মনোনয়নের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে- মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বিজ্ঞান অনুষদের ডিন  অধ্যাপক ডক্টর মো. আব্দুস  ছামাদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মাহবুব হাসানসহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জীবানন্দ রায় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঢাকার ধামরাইয়ের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. মনোনীত হয়েছে।
পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ (ডক্টর আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান) এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে খুলনার বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, সাতক্ষীরার ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ডক্টর এস এম মফিজুল ইসলাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
জাতীয় পরিবেশ পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও অতিরিক্ত আরও ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে।

 

জাতীয় পরিবেশ পদকের জন্য তিন ব্যক্তি এবং দুই প্রতিষ্ঠান মনোনীত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্বব্যাংকের একটি নতুন প্রতিবেদনে দেখা গেছে যে, দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশুদ্ধ বায়ু নিশ্চিত করার জন্য অর্থনৈতিকভাবে সম্ভব, সাশ্রয়ী সমাধান রয়েছে। তবে এর জন্য চাই দেশগুলোর মধ্যে নীতিমালা ও বিনিয়োগের সমন্বয়। প্রতিবেদন বলছে, বিশ্বের ১০টি সর্বাধিক বায়ু দূষণ শহরের মধ্যে নয়টিই দক্ষিণ এশিয়াতে, এবং ঢাকা এদের মধ্যে অন্যতম। বাংলাদেশে মোট অকাল মৃত্যুর ২০ শতাংশ’র জন্যই দায়ী এই বায়ু দূষণ।

‘স্ট্রিভিং ফর ক্লিন এয়ার : এয়ার পল্যুশন এন্ড পাবলিক হেলথ ইন সাউথ এশিয়া’ শীর্ষক এই প্রতিবেদনটি আজ ঢাকায় উপস্থাপন করা হয়। এতে বলা হয়,  এই অঞ্চলের কিছু অতি ঘনবসতিপূর্ণ ও দরিদ্র এলাকার বায়ূকণা যেমন ঝুল এবং ধূলিকণা (পিএম২.৫)  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত নিরাপদ মানদ-ের  চেয়ে ২০ গুণ বেশি। দক্ষিণ এশিয়ায় এই বায়ু দূষণ প্রতি বছর আনুমানিক দুই মিলিয়ন লোকের অকাল মৃত্যু ঘটনায় ও এর কারণে অর্থনৈতিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। মারাত্মক বায়ু দূষণের ফলে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যহত হয়, শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা দেয় এবং এর ফলে দীর্ঘস্থায়ী রোগে ভুগে মানুষ দুর্বল হয়ে পড়ে। এটি একটি দেশের স্বাস্থ্যসেবা খরচ বাড়ায়, উৎপাদন ক্ষমতা কমিয়ে  দেয় ও কর্মঘন্টা হ্রাস করে দেয়।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক বলেন, ‘বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বড় ধরনের প্রভাব ফেলে। এমন অনেক নজির রয়েছে যে অঙ্গিকার, সঠিক পদক্ষেপ ও নীতিমালা গৃহিত হলে, এই বায়ু দূষণ মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশ বাতাসের গুণমান ব্যবস্থাপনা বাড়াতে ইতোমধ্যেই বায়ূ দূষণ নিয়ন্ত্রন আইনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে এই শক্তিশালী পদক্ষেপের পাশাপাশি আন্তঃসীমান্ত সমাধান এই বায়ু দূষণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার ছয়টি বড় এয়ারশেড চিহ্নিত করা হয়েছে- যেখানে স্থানিক বাতাসের গুণমানে পারস্পরিক নির্ভরশীলতা বেশি। বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে বিস্তৃত একটি সাধারণ এয়ারশেডের আওতাভুক্ত। প্রতিটি এয়ারশেডের বায়ূকণা  বিভিন্ন উৎস ও অবস্থান থেকে আসে। উদাহরণস্বরূপ- ঢাকা, কাঠমান্ডু এবং কলম্বোর মতো শহরে, শুধুমাত্র সংশ্লিষ্ট শহরের মধ্যে থেকেই এক-তৃতীয়াংশ বায়ু দূষণ সৃষ্টি হয়। এই বায়ু-দূষণের আন্তঃসীমান্ত প্রকৃতি বিবেচনায় নিয়ে দক্ষিণ এশিয়ার চারটি দেশ- বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান এই ইন্দো-গাঙ্গেয় সমভুমি ও হিমালয় পাদদেশের বাতাসের মানউন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো একসাথে কাঠমা-ু রোডম্যাপ প্রণয়ন করেছে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক সমন্বয় পরিচালক সিসিল ফ্রুম্যান বলেন, ‘বায়ু দূষণ একটি শহর, রাজ্য বা জাতীয় সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অল্পকিছু সংখ্যক দেশ বাতাসের মানউন্নয়নে নীতি গ্রহণ করেছে। কিন্তু জেলা ও গ্রাম পর্যায়ে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণ করাও অতিজরুরি।

প্রতিবেদনে দেখা গেছে যে পাওয়ার প্ল্যান্ট, বড় কারখানা ও পরিবহনের ওপর গুরুত্ব দিয়ে চলমান নীতিগত পদক্ষেপগুলো যদি দক্ষিণএশিয়াজুড়েও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়, তাহলেও  শুধুমাত্র পিএম২.৫ হ্রাসের মতো আংশিক সাফল্য আসবে। বৃহত্তর অর্জনের লক্ষ্যে অন্যান্য খাত- বিশেষ করে ছোট উৎপাদন, কৃষি, আবাসিক রান্না এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপরও নীতিনির্ধারকদের দৃষ্টি দেয়া উচিৎ। সূত্র: বাসস

বায়ুদূষণ রোধে বাংলাদেশের জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন : বিশ্বব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :    কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে পড়ে আছে মাছগুলো।

বুধবার (২৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতের কলাতলী পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মৃত জেলিফিশ দেখা গেছে। ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেলে জোয়ারের পানিতে জেলিফিশগুলো পুনরায় সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছে। ভাটার সময় আবারও এসব জেলিফিশ উপকূলে ভেসে আসবে। প্রাথমিকভাবে এসব জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে মনে হচ্ছে।

 

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  হাজার হাজার বছর ধরে পশ্চিম এশিয়ার উত্তরাঞ্চলের পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদীর পানি দক্ষিণের অঞ্চলগুলোকে সমৃদ্ধ করেছে। নদীকেন্দ্রিক মানব বসতি গড়ে উঠেছে এবং বহু সভ্যতার জন্ম হয়েছে। এ অঞ্চলের নদী ও পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে তুরস্ক এবং এসব নদী দক্ষিণের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। কৃষি, শিল্প সব কিছুই এ পানির ওপর নির্ভরশীল।

বলা যায়, এ অঞ্চলের জাতি ও সভ্যতাগুলোর অস্তিত্বের সঙ্গে নদীর পনির সম্পর্ক রয়েছে। তবে এই পানি সরবরাহের ক্ষেত্রে তুরস্কের সাম্প্রতিক ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা জোরদার হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।

পৃথিবীর কিছু দেশ পানি সংকটকে অপব্যবহার করে পাহাড় থেকে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ভূমিতে ব্যবহার করে তবে একই সাথে তারা অন্য দেশকে এ মিষ্টি পানির ব্যবহার থেকে বঞ্চিত করার চেষ্টা করে যা খুবই অমানবিক। কেননা এতে করে ভাটি অঞ্চলের দেশগুলোর শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রা ব্যহত হয়।

পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক অসংখ্য পাহাড় ও নদীতে ভরপুর। দজলা, ফোরাত, আরাস ও আরভান্দের মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎসভূমি হচ্ছে তুরস্ক। এই নদীগুলো তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মুসলিম দেশগুলোর বিশাল জনপদের শিল্প, কৃষি ও বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বেশ ক’বছর হলো পশ্চিম এশিয়াসহ বিশ্বব্যাপী পানি সংকট দেখা দিয়েছে। তুরস্ক সরকার নদীগুলোর ওপর একতরফাভাবে বাধ নির্মাণ করে নদীর গতিপথ বদলে দিয়েছে। তুরস্কের কর্মকর্তারা চাইছেন দজলা, ফোরাত, আরাস ও আরভান্দ নদীর পানি দেশের অভ্যন্তরেই ব্যবহার করতে। একদিকে, দজলা নদীতে তুরস্কের বাধ নির্মাণ প্রকল্প অন্যদিকে বৃষ্টির স্বল্পতার কারণে গত কয়েক বছরে ইরাকে মারাত্মক পানি সংকট দেখা দিয়েছে।

তুরস্ক সরকার দজলা ও ফোরাত নদীর উজানের এলাকায় পানি প্রবাহ বন্ধ করে দেয়ার জন্য দক্ষিণ-পূর্ব আনাতোলিয়া এলাকার নদীগুলোর ওপর এ পর্যন্ত ২২টি বাধ ও  (gap) ‘গ্যাপ প্রকল্প’  নামে পরিচিত ১৯টি জল প্রকল্প নির্মাণ করেছে। এর ফলে ইরাক ও সিরিয়ার নদীর পানি অনেক শুকিয়ে গেছে এবং এর ধ্বংসাত্মক প্রভাব পড়েছে ওই অঞ্চলের জনগণ ও ভূ-প্রকৃতির ওপর।

ইরাকের কর্মকর্তারা বহুবার বলেছেন, দজলা ও ফোরাতের মতো আন্তর্জাতিক নদীর পানি ন্যায়ভিত্তিক বণ্টনের বিষয়ে যদি তুরস্কের সঙ্গে কোনো সমঝোতা না হয় তাহলে ইরাকে মারাত্মক পানি সংকট দেখা দেবে এবং এর ফলে ইরাকের কৃষি ও খাবার পানির পরিমাণ ৫৪ শতাংশ হ্রাস পাবে যা কিনা তাদের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।  উল্লেখ্য, দজলা ও ফোরাত নদীর পানি তুরস্ক থেকে শুরু করে ইরাক ও সিরিয়ার ওপর দিয়ে দুই হাজার ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে তা পারস্য উপসাগরে গিয়ে মিশেছে।

মৃতপ্রায় দজলা নদীর করুণ  চিত্র

ইরাক ও সিরিয়ার কর্মকর্তারা সম্প্রতি এক বৈঠকে পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য ঐক্যবদ্ধ অবস্থান নিতে সম্মত হয়েছে।

এর আগে তুরস্কের কর্মকর্তারা ওই দুই দেশের কর্মকর্তাদের প্রতিবাদ উপেক্ষা করায় গত বছর অক্টোবরে দামেস্কে ইরাক ও সিরিয়ার বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং নদীর পানি আটকে দেয়ার তুরস্কের পদক্ষেপের পরিণতির বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বৈঠকে ইরাকের পানি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বিবৃতিতে পানির অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে ইরাক ও সিরিয়ার গুরুত্বারোপের কথা উল্লেখ করে বলেছেন, এই দুই দেশের সহযোগিতা পানি আদায় ও এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারবে।

দামেস্ক ও বাগদাদ দজলা ও ফোরাত নদীর পানির প্রবাহ কমিয়ে দেয়ার তুর্কি পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছে, এতে করে এ অঞ্চলের ভূ-প্রকৃতি ও জীব-বৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়বে। দুই দেশই অভিযোগ করেছে নদীর ওপর তুরস্কের বাধ নির্মাণের ফলে নদীর উজানের বিশাল এলাকাজুড়ে মরুকরণ শুরু হয়েছে এবং আবহাওয়ায় পরিবর্তন এনেছে।

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানও তুরস্কের গুরুত্বপূর্ণ আরাস নদীর ওপর বাধ নির্মাণ পরিকল্পনার তীব্র সমালোচনা একে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ইরান ও আর্মেনিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের ১৭তম বৈঠক শেষে ইরানের জ্বালানি বিষয়ক মন্ত্রী আলী আকবর মেহরানিয়ান সাংবাদিকদের বলেছেন, এই নদীর সাথে কয়েকটি দেশ সংযুক্ত থাকলেও এ দেশগুলোর সাথে কোনো সমন্বয় না করেই তুরস্ক সরকার বাধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বাধ নির্মাণ ও পানি বণ্টনের বিষয়ে এ দেশগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানান। কেননা তুরস্ক যেভাবে বাধ নির্মাণ শুরু করেছে তাতে আরাস নদীতে বিপর্যয় সৃষ্টি হতে  পারে।

ইরানের কর্মকর্তারা বহুবার তুরস্কের কাছে এ ব্যাপারে তাদের উদ্বেগের কথা  জানিয়েছেন। এ বিষয়ে আলোচনার জন্য দুদেশের কর্মকর্তারা একাধিক বৈঠকেও মিলিত হয়েছেন। তুরস্কের কর্মকর্তারা বারবারই ইরানকে এ নিশ্চয়তা দিয়েছেন যে ইরানসহ এ অঞ্চলের অন্য দেশের উদ্বেগ দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ইরান সবসময়ই বলে আসছে আরাস নদীর সাথে যুক্ত দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে যাতে ন্যায়সঙ্গতভাবে পানির ব্যবহার নিশ্চিত করা যায়।

পর্যবেক্ষকরা বলছেন, ইরান, ইরাক ও সিরিয়া এমন সময় অভিন্ন নদীগুলোর ওপর তুরস্ক সরকারের বাধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদ জানিয়েছে যখন আরাস নদীর সাথে যুক্ত আজারবাইজান সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। কারণ তুরস্কের সাথে আজারবাইজানের আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ক ভালো। এ অবস্থায় আজারবাইজান কোনো প্রতিবাদে যেতে চায় না যাতে ভবিষ্যতে দেশটির জনগণের জন্য কোনো সমস্যা তৈরি না হয়। বিশেষজ্ঞরা তুরস্কের ব্যাপারে আজারবাইজান সরকারের এ নীতি অবস্থানকে আরাস নদীর সাথে যুক্ত আজারবাইজানসহ এ অঞ্চলের অন্য দেশের সরকার ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করেন। অথচ আরাস নদীতে বেআইনিভাবে তুরস্কের বাধ নির্মাণের ফলে আগামীতে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যত হচ্ছে আজারবাইজান।

গত বেশ ক’বছর ধরে তুরস্কের বাধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ফলে এ অঞ্চলের দেশগুলোতো ক্ষতিগ্রস্ত হবেই এমনকি তুরস্কের জনগণও এ ক্ষতির বাইরে নয়। বাধ নির্মাণের ফলে তুরস্কের অভ্যন্তরেও বিরাট অংশে পানি সংকট ও শুষ্ক পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই হয়তো এতে অবাক হবে কেননা তুরস্কের বাধের কারণেই গত কয়েক বছরে ইরাক ও সিরিয়ায় ভয়াবহ পানি সংকট ও মরুকরণ শুরু হয়েছে। এতে সমগ্র ওই অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে ইরানও তুরস্কের বাধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদ জানিয়েছে। ইরানের সংসদে মাহাবাদ এলাকার প্রতিনিধি জালাল মাহমুদ যাদেহ বলেছেন, তুরস্কের এ পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়। কেননা এতে করে ইরানের অংশেও মারাত্মক পানি সংকট দেখা দেবে। ইরাকের কর্মকর্তারাও বলেছেন, তুরস্কের বাধ নির্মাণের ফলে দজলা ও ফোরাত নদীর পানি এরই মধ্যে শুকিয়ে গেছে এবং কৃষিকাজ ব্যহত হচ্ছে। এ ছাড়া পানির অভাবে ধুলাবালি উড়ে পরিবেশ বিপর্যয় ঘটছে।

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরে তুরস্ক সরকার ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে অসম ও সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এরই অংশ হিসেবে তুরস্ক বাধ নির্মাণ করে পানি অস্ত্র ব্যবহার করছে যাতে ওই দেশগুলোর কাছ থেকে সুবিধা আদায় করে নেয়া যায়। রজব তাইয়্যেব এরদোগান নিজেকে মুসলিম দরদি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তবে পানি বন্ধ করে দিয়ে বিশাল এই মুসলিম ভূখণ্ডকে শুকিয়ে মারার চেষ্টা করছে যা কিনা খুবই অমানবিক ও বর্বরতা।#

 

তুরস্কের বাধ নির্মাণে মুসলিম দেশগুলোর নদী শুকিয়ে যাচ্ছে ; পরিবেশ বিপর্যয়ে গোটা অঞ্চল

মো. বাবর আলী : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভগবতিতলা গ্রামের পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন ইউপি সদস্য শফিকুল ইসলাম। ওই গ্রামের আব্দুস ছাত্তারের ৪ বিঘা পুকুর ৩ বছরের লীজ নিয়ে গত এক মাস যাবত বালি উত্তোলন করছেন তিনি। এতে ফসলি জমি ও বসত বাড়িঘর ভাঙনের আশঙ্কায় উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন আশেপাশের বাসিন্দারা। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। এলাকার পানি নিষ্কাশনের কালভাট বন্ধ করে বালির স্তুপ করা হয়েছে। এতে ঐ কালভাটের নিচ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে।
পুকুরের পাড় ঘেঁষে গোপালী খাতুনের বাড়ি। তিনি জানান, ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এক মাস ধরে ওই পুকুর থেকে মেশিন বসিয়ে বালি উত্তোলন করছেন। অনেক বার নিষেধ করলেও তিনি তা শুনছেন না। স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি উল্টা-পাল্টা বুঝিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর বালি উত্তোলন বন্ধে লিখিত আবেদন করেছেন। তবে স্বীল স্বাক্ষর দিয়ে অভিযোগ পত্র গ্রহণ করেও কেউই বালি উত্তোলন বন্ধে কোন পদক্ষেপ গ্রহন করেননি। একই অভিযোগ করেন পুকুরপাড়ের আব্দুর রহমান, পুরস্কার আলী, লাভলী খাতুন, খোসনেয়ারা ও মুনছুর আলী
রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই পুকুরে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছেন দুই শ্রমিক। সাংবাদিকদের উপস্থিতিতে শ্রমিকের ফোনে ঘটনাস্থলে আসেন ইউপি সদস্য শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, ঐ পুকুরে মাটি কাটার প্রয়োজন ছিলো কিন্তু রাস্তা না থাকায় ৫ফুট করে বালি তুলে নেওয়া হচ্ছে। ঐ বালি কি করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, সরকারি ভাবে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে ঐ ঘরে ৩০০ গাড়ি বালি লাগবে। বালি ওই ঘরে দেওয়া হবে। তবে এ কাজের কোন লিখিত অনুমতি আছে কি না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপরের কর্মকর্তা সবাইকে জানিয়েছি তবে লিখিত কোন অনুমতি নেই।
ইউপি চেয়ারম্যান ইয়ানবী বলেন, গৃহহীনদের ঘরে বালি দেয়ার জন্য বালি উত্তোলন করা হচ্ছে। অনুমিত না নিয়ে বালি উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, উপরের কর্মকর্তারা বালি তুলতে বলেছেন তবে কারো যেন অভিযোগ না থাকে এ ব্যাপার দেখতে বলেছেন। কেউ অভিযোগ দিলে বালি তোলা বন্ধ হয়ে যাবে।
স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গত বৃহস্পতিবার ঘটনাস্থলে যেয়ে বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। বালি তোলার পাইপ ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও ড্রেজার মেশিন চালু করার যন্ত্রটি নিয়ে আসা হয়। তবে আজও কিভাবে বালি উত্তোলন করছেন এমন প্রশ্নে তিনি বলেন, এখনই বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহের মহেশপুরে পুকুর থেকে বালি উত্তোলন করছেন ইউপি সদস্য ; প্রশাসনের হস্তক্ষেপ জরুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক (প্লাস্টিকের পানির বোতল) নিতে দেওয়া হবে না।

তিনি বলেন, সুন্দরবনে গমনকারী পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী নিতে দেওয়া হবে না। কারণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৭ মার্চ) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ও পরিবেশ সচিব ফারহিনা আহমেদ।

 

সুন্দরবনে প্লাস্টিকের পানির বোতল নেওয়া যাবে না : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী