অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক উষ্ণতা ও বন উজাড়ের বিরূপ প্রভাবের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সকল কর্মকর্তা-কর্মচারী ও যুব স্বেচ্ছাসেবকদের সচেতন করতে সবুজ আন্দোলনের যাত্রা শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার (২১ জুন) সোসাইটির জাতীয় সদর দপ্তরে ‘টেকসই পরিবেশ ও সবুজায়ন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সবুজ আন্দোলনের উদ্বোধন করেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম।
কাজী শফিকুল আযম বলেন, প্রকৃতি সংরক্ষণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট অঙ্গীকারবদ্ধ। পরিবেশের ক্ষতি হয় এমন কার্যকলাপের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সবুজায়ন আন্দোলন অব্যাহত রাখতে হবে। যেখানে বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হয়ে অপচয় রোধ, প্লাস্টিক পণ্য বর্জন, পরিবেশবান্ধব উপকরণ অথবা ডিজিটাল ব্যানার ব্যবহার, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা, দপ্তর প্রাঙ্গণের পুকুরের পরিচ্ছন্নতা বজায় রাখা, সোসাইটির ক্যাম্পাসকে আরও সবুজ করতে বৃক্ষরোপণ অভিযানের মতো বিষয়গুলো রয়েছে।
সবুজ যাত্রায় প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে মহাসচিবের নেতৃত্বে সদর দপ্তর প্রাঙ্গণের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, গ্লাস ও অন্যান্য আবর্জনা পরিষ্কার কর্মসূচীতে অংশ নেন কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা। উপহার হিসেবে সোসাইটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হয় কাঁচের পানির বোতল। পরে সোসাইটির ভিতরে একটি জামগাছের চারা রোপণ করেন মহাসচিব। সোসাইটির প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে পুরো সোসাইটির বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বর্জ্যের জন্য স্থাপন করা হয় আলাদা ডাস্টবিন।
Leave a Reply