24 Feb 2025, 02:34 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইঁয়া এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ৩ মার্চ জেলার আলীকদম উপজেলায় কুরবান আলী নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যান হত্যাকারীরা। এ ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের স্ত্রী হাসিনা বেগম ও সাইফুল ইসলামকে আসামি করে নিহতের চাচাত ভাই এরশাদ মিয়া মামলা করেন। দীর্ঘ ২৯ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সন্দেহজনকভাবে হত্যাকাণ্ডের সত্যতা প্রমাণিত হওয়ায় হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অপর আসামি সাইফুলকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম জানান, স্বামীকে হত্যার দায়ে হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

 

 

বান্দরবানে স্বামীকে হত্যার ৩০ বছর পর স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড