অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত বলে উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে দেখা হয়নি যা দেখা হয়নি। এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে।
জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল।
বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের বিষয়ে তিনি বলেন, দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না। শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।
Leave a Reply