অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক বিচারালয় জানিয়েছে আয়ারল্যান্ড এই বিচারালয়ের ৬৩ তম ধারা অনুযায়ী গাজায় গণহত্যা ঠেকানোর পদক্ষেপ নেয়ার বিষয়টি কার্যকর করার আহ্বান জানাবে। এর আগে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করে এবং এই বিচারালয় এক রায়ে গত বছর জানায় যে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে যা এই বিচারালয়ের কনভেনশনের লঙ্ঘন।
ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ সম্পর্কে ব্রিটিশ সরকারের নীরবতায় দেশটির সংসদের প্রতিবাদ : ব্রিটিশ পার্লামেন্টে গাজার মানবীয় বিপর্যয় নিয়ে বৈঠক হয়েছে। এ বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারকে হুশিয়ারি দিয়ে সাংসদরা বলেছেন ইসরাইলের নৃশংস অপরাধযজ্ঞের ব্যাপারে নীরবতা গণহত্যায় শরিক হওয়ার সমতুল্য অপরাধ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি পদক্ষেপগুলোকে এতে বেআইনি বলেও উল্লেখ করা হয়।
ম্যাকরনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক ইরান-বিরোধী বক্তব্যকে ‘ভিত্তিহীন ও পরস্পরবিরোধী’ বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরাইল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করছেন যা সত্যিই দুঃখজনক। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানান।
বাকায়ি মঙ্গলবার তেহরানে আরো বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কেউ প্রকৃত হুমকি সৃষ্টি করে থাকে সে হচ্ছে ইসরাইল। অথচ আমেরিকা এবং ফ্রান্সসহ কিছু ইউরোপীয় দেশ তেল আবিবকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী সরকার প্রতিনিয়ত আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে ও সম্প্রসারণকামী আচরণ করছে; সেইসঙ্গে অধিকৃত ফিলিস্তিনে জবরদখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।
কানাডার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাক–যুদ্ধ : কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জুলি তার দেশের ব্যাপারে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে বলেছেন: তার দেশ এইসব হুমকিতে পিছু হটবে না। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর ট্রাম্প আবারও কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার আহবান জানিয়েছেন। কানাডার একজন নেতৃস্থানীয় কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের চারিত্রিক কেলেঙ্কারির কথা তুলে ধরে তাকে উপহাস করেছেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে পণবন্দি পরিবারগুলোর মামলা : ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর হাতে বন্দিদের পরিবারের ১১২ জন সদস্য হামাসের সঙ্গে পনবন্দি মুক্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে চুক্তি করার ক্ষেত্রে নেতানিয়াহুকে নানা টালবাহানার জন্য অভিযুক্ত করেছেন। তারা এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। তারা অবিলম্বে বন্দি মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান।
ইরান আরও আরও পরমাণু চুল্লি নির্মাণ করবে : ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামী বলেছেন তার দেশ সপ্তম উন্নয়ন পরিকল্পনার আওতায় বুশহর পরমাণু চুল্লীতে তিন ও দুই নম্বর ইউনিট যুক্ত করবে।
পূর্ব কঙ্গোতে সংঘাতের কারণে এক লাখ ব্যক্তি শরণার্থী : জাতিসংঘ জানিয়েছে ডেমোক্রেটিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে নানা সংঘর্ষের কারণে সাম্প্রতিক দিনগুলোতে সেখানকার এক লাখ ব্যক্তি গৃহহারা হয়েছেন।
Leave a Reply