অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সেনাবাহিনীতে অচিরেই নতুন ১,০০০ কৌশলগত ড্রোন যুক্ত করা হচ্ছে বলে খবর দিয়েছে এই বাহিনী। এটি বলেছে, এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী হবে। ইরানের সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎপাদিত ড্রোনগুলো আগামী কয়েক দিনের মধ্যে সেনাবাহিনীতে যুক্ত হবে। ইরানের সেনাবাহিনীর স্থলবিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়দারি। তিনি বলেন, এসব সক্ষমতা হচ্ছে ২০০০ কিলোমিটারের দূরপাল্লা, নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন।
ইতালিতে এক ইসরাইলি জেনারেলের খোঁজ : গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠীর কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ চলছে তখন ইতালিতে এক গোপন বৈঠকে অংশ নেয়া ইসরাইলি সামরিক কর্মকর্তা ঘাসান আলিয়ানকে গ্রেফতার করতে একটি মানবাধিকার সংস্থা আবেদন জানিয়েছে।
ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা : ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত জাফা (তেল আবিব) এলাকায় অবস্থিত ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করেছে। ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সফল অভিযানটি চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ওই অভিযানের কথা ঘোষণা করে তিনি বলেন, অধিকৃত জাফায় ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি আরও বলেন,ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩ ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে : ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউরোপের তিন দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের তৃতীয় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক গঠনমূলক ও দ্ব্যর্থহীন ছিল। খুঁটিনাটি বিষয়ে প্রবেশের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু- এই দুই ক্ষেত্রে কথা বলা জরুরি ছিল, সেটা করা হয়েছে।
ইরানের এই উপমন্ত্রী আরো বলেন,নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার ওপর সবাই গুরুত্ব দিচ্ছিল,এ বিষয়ে সবার মধ্যে ঐকমত্য ছিল। একটা সমঝোতায় পৌঁছার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি ছিল।এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন,পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক এবং ত্বরিত আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।
গাজায় একজন মহিলা সাংবাদিকের শাহাদাত : সোমবার রাতে গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল-গাফরি ইন্টারসেকশন এলাকায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি মহিলা সাংবাদিক আহলাম নাফেত আল-তালুলি শহীদ হন। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে “আহলাল নাফিজ আল-তালুলি” হলেন ২০৪ তম সাংবাদিক যিনি ইসরাইলের হামলায় শহীদ হয়েছেন।
আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিতে চায় কিউবা : সোমবার আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে ঘোষণা করেছে যে কিউবা গাজা উপত্যকায় ইসরাইলি সরকারের গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগদানের জন্য অনুরোধ করেছে। আদালতের বিবৃতিতে বলা হয়েছে কিউবা আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ সক্রিয় করে গাজা উপত্যকায় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের প্রয়োগ সম্পর্কিত মামলায় হস্তক্ষেপের জন্য একটি অনুরোধ জমা দিয়েছে।
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আন্তর্জাতিক বিক্ষোভ অব্যাহত : কানাডার মন্ট্রিল,ফ্রান্সের রাজধানী প্যারিস,দক্ষিণ কোরিয়ার উলসান এবং ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিসহ বিশ্বের বিভিন্ন শহরে সাম্প্রতিক দিনগুলোতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে অব্যাহত বিক্ষোভ দেখা গেছে।
লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডে ৫০ জন লুটতকারী ও ভাঙচুরকারীকে গ্রেপ্তার করা হয়েছে : আমেরিকান কর্তৃপক্ষ জানিয়েছে যে লস অ্যাঞ্জেলেসের আশেপাশের এলাকায় ভয়াবহ দাবানলের সময় লুটপাট ও ভাঙচুরের অভিযোগে তারা সাম্প্রতিক দিনগুলোতে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে।
ঐতিহাসিক উত্তেজনা কমাতে টোকিওর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ঘোষণা দিয়েছে সিউল : দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে, তারা জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দেশটির সঙ্গে উত্তেজনা হ্রাস করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইওল তার জাপানি প্রতিপক্ষ তাকেশি ইওয়ায়ার সাথে সাক্ষাতের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে জাপানের সঙ্গে ঐতিহাসিক উত্তেজনা হ্রাস করার জন্য সিউলের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বলেন, “আমরা এই উত্তেজনার পরিধি কমাতে এবং ভবিষ্যতের উন্নয়নের জন্য নিবিড়ভাবে কাজ করব”।
ইসলামি প্রজাতন্ত্র ইরান ভেনেজুয়েলার বৈধ সরকারকে সমর্থন করে : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদ শপথ অনুষ্ঠান উপলক্ষে এক অভিনন্দন বার্তায় ইরানের মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ভেনেজুয়েলার বৈধ সরকারকে সমর্থন করে এবং দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তেহরান প্রস্তুত।
Leave a Reply