October 12, 2025, 9:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

আন্দোলনে আহতদের চিকিৎসায় ২ কোটি ৩৬ লাখ টাকা সহায়তা বাপি’র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ২ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ১৩৪ টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)। এছাড়া সম্প্রতি ফেনীসহ দেশের কয়েকটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শুকনো খাবারসহ সবমিলিয়ে ২৩ ট্রাক জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করেছে সংগঠনটি।

রোববার (৩ নভেম্বর) সংগঠনটির নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)। আহতদের চিকিৎসার্থে রাজধানীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী, পথ্য, ফলফলাদি, নগদ অর্থ, বেসরকারি হাসপাতালে আহত অসচ্ছল রোগীদের চিকিৎসা খরচ, রোগী বহনে অ্যাম্বুলেন্স সহায়তা, মৃতদের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া, দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে চিকিৎসকের পরামর্শে একজন মুমূর্ষু রোগীকে উন্নীত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে প্লেন ভাড়া পরিশোধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাপি’র পক্ষ থেকে এই মহতী ও মানবিক উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের ফান্ড ও বাপি’র সদস্যদের পক্ষ থেকেও ওষুধ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং সমাজ সেবা অধিদপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।

চলমান এসব কার্যক্রম প্রসঙ্গে বাপি’র সভাপতি আবদুল মুক্তাদির বলেন, এ সংগঠনের জন্মলগ্ন থেকে দেশ ও মানুষের কল্যাণে, আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে আসছে। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ছাড়াও সম্প্রতি ফেনীসহ দেশের কয়েকটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্রদের স্থাপিত ত্রাণ সহায়তা কেন্দ্রে ৬ ট্রাক শুকনো খাবার, জীবন রক্ষাকারী বিভিন্ন রকম ওষুধ এবং ওইসব এলাকায় স্থাপিত মেডিকেল টিমের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাপি।

সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা সেবার পাশাপাশি পরবর্তীতে বন্যার সময়েও বাপি দেশের মানুষের পাশে ছিল। আমরা সম্প্রতি ঢাকা মেডিকেলে ১১ ট্রাক ওষুধ, সিএমএইচে ৬ ট্রাক ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর মাধ্যমে আমরা ৪ ট্রাক এবং সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ২ ট্রাক ওষুধ সরবরাহ দেওয়া হয়। এমনকি আরও কিছু ওষুধ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয় সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে।

বাপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর জেনারেল (অব.) মো. মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের পরিচালকদের মাধ্যমে চিকিৎসা সামগ্রী ও নগদ সহায়তা বাবদ ব্যয় করেছে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৯ লাখ টাকা, সিএমএইচ এ রোগীদের চিকিৎসার জন্য সেনাবাহিনী প্রধানের মাধ্যমে ১ কোটি টাকার চেক এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্ট্রেচারসহ রোগীর প্লেন ভাড়া বাবদ দেওয়া হয় ৮ লাখ ৩৩ হাজার টাকা।

তিনি বলেন, এসব ছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রধান উপদেষ্টার এ সংক্রান্ত গঠিত ফান্ডে ১ কোটি টাকার চেক জমা দেওয়া হয়েছে। সবমিলিয়ে বাপি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দেয় ২ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ১৩৪ টাকা।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page