October 12, 2025, 1:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা-জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় সহায়তা করছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বড় মিত্র হিসেবে আমেরিকা এবং জার্মানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর ব্যাপারে দখলদার সামরিক বাহিনীকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছে।

গতকাল (সোমবার) শেষ বেলায় সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি একথা বলেন।

তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সৌলের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরেন। বেন সৌল বলেছেন, এই দুটি দেশ ইসরাইলে রপ্তানি করা অস্ত্রের শতকরা ৯৯ ভাগ সরবরাহ করে। এজন্য তিনি আমেরিকা ও জার্মানির নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেন, তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে রাতারাতি যুদ্ধের অবসান ঘটাতে পারে। তাদের সরবরাহ করা অস্ত্রে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

বেনসৌলের এই মন্তব্যের আলোকে ইসমাইল বাকায়ি বলেন, আমেরিকা এবং জার্মানি ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে গাজা উপত্যকায় গণহত্যা চালাতে পরিপূর্ণ সহায়তা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখাতে ব্যর্থতা ও আইনগত রীতিনীতি উপেক্ষা করার জন্য ইরানি মুখপত্র ওয়াশিংটন এবং বার্লিনের নিন্দা করেন। একই সাথে তিনি বলেছেন, এসব দেশ আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং গণহত্যার বিরুদ্ধে শাস্তি প্রদানের বিষয়টিও উপেক্ষা করেছে। তাদের এই ভুল পদক্ষেপ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সামরিক সংঘাত শুরুর পর এ পর্যন্ত আমেরিকা দখলদার ইসরাইলকে ১,২৫০ কোটি ডলারের সরাসরি সামরিক সহায়তা দিয়েছে। অন্যদিকে জার্মানি ৯ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র সরবরাহ করেছে। হাস্যকর ব্যাপার হচ্ছে- এ দুটি দেশ একদিকে ইসরাইলকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে তারা বারবার যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছে।

 

     

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page