অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-এর সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানান তিনি।
জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমি মিত্রদের আরও বেশি কিছু করার আহ্বান জানাই। ইউক্রেন যেন জয়লাভ করে এবং পুতিন যাতে জিততে না পারে সেটি নিশ্চিত করার মধ্যে আমাদের সবার নিরাপত্তাজনিত স্বার্থ রয়েছে।
তিনি বলেন, আমরা জানি যে বেশিরভাগ যুদ্ধই আলোচনার টেবিলে শেষ হয়। হয়তো এখানেই তাই ঘটবে। তবে এই আলোচনায় ইউক্রেন কী অর্জন করতে পারবে সেটি নির্ভর করছে দেশটির সামরিক সক্ষমতার ওপর।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে।
Leave a Reply