অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে আলোচনায় উন্মুক্ত থাকার ইঙ্গিত দিতে ইউক্রেনকে গোপনে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে এবং গুরত্বের সঙ্গে শান্তি আলোচনায় জড়াতে চায় না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টে বেনামি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের এই অনুরোধের লক্ষ্য ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে ঠেলে দেওয়া নয়। কিন্তু কিয়েভকে একটি পরিকল্পিত প্রচেষ্টায় নিয়ে যাওয়া যাতে করে অপর দেশগুলোর সমর্থন তারা পেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করেছেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জারি করা নিষেধাজ্ঞার বিষয়টি ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার কিছু দেশে উদ্বেগের জন্ম দিয়েছে। এই দেশগুলোতে যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব তীব্র।
অজ্ঞাত মার্কিন কর্মকর্তা বলেন, আমাদের কয়েকজন অংশীদারদের মধ্যে ইউক্রেন নিয়ে হতাশা বাস্তব।
৪ অক্টোবর জেলেনস্কি একটি ডিক্রি জারি করেছেন। এতে পুতিনের সঙ্গে ইউক্রেনের কোনও আলোচনাকে অসম্ভব হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতিবেদনটির নির্ভুলতা নিয়ে হোয়াইট হাউজের নিরাপত্তা কাউন্সিল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়া যদি আলোচনার জন্য প্রস্তুত থাকে তবে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের পাশাপাশি ইউক্রেন থেকে তার বাহিনীকে প্রত্যাহার করা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, ক্রেমলিন প্রতিনিয়ত যুদ্ধকে তীব্র থেকে তীব্রতর করে তুলছে। ক্রেমলিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার আগে থেকেই গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে অনাগ্রহ দেখিয়েছে।
Leave a Reply