অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপির এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সভানেত্রী ইন্দিরা গান্ধীকে ‘ভারতের মা’ বলে সম্বোধন করেছেন।
সেই সঙ্গে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কে করুণাকরণকে সাহসী প্রশাসক এবং সেই রাজ্যের বিখ্যাত মার্কসবাদী নেতা ইকে নায়নার কে নিজের ‘রাজনৈতিক গুরু’ বলেও উল্লেখ করেছেন তিনি।
ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে কেরালার থ্রিসুর আসন থেকে জয়ী হয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সুরেশ গোপী। থ্রিসুর লোকসভা আসনে এই প্রথম বিজেপির কোনো প্রার্থী জয় পেয়েছে।
শনিবার কেরালার সাবেক মুখ্যমন্ত্রী কে করুণাকরণের সমাধি মুরালি মন্দিরমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। সেখানে সাংবাদিদের প্রশ্নে উত্তরে এসব তথ্য জানান তিনি।
প্রসঙ্গত, কেরালার থ্রিসুর আসনটি বরাবরই কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত। কে করুণাকরণ এই আসনের এমপি হয়েছিলেন। তার ছেলে এবং কেরালা কংগ্রেসের নেতা কে মুরালিধরণ গত তিন বার এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে গত লোকসভায় তিনি সুরেশ গোপীর কাছে হেরে যান।
তবে শনিবার সাংবাদিকদের তিনি বলেছেন, রাজনৈতিকভাবে কেরালা কেবল দক্ষিণ ভারতে নয়, বরং ভারতের মধ্যেই যথেষ্ট অগ্রসর একটি রাজ্য এই এই অগ্রসরতার মূলে রয়েছেন কংগ্রেস ও মার্কবাদী রাজনীতিবিদরা।
সাবেক মুখ্যমন্ত্রী কে করুণাকরণকে কেরালা রাজ্য কংগ্রেসের পিতা বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে বলেছেন কে করুণাকরণ এবং মার্কবাদী নেতা ই কে নায়নার— উভয়ের রাজনৈতিক দর্শন তার মধ্যে প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, বিজেপি বরাবরই কংগ্রেসের ব্যাপারে অত্যন্ত কঠোর। দলটির নেতাদের প্রায় সময়েই কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা যায়। সেই বিবেচনায় কেরালা রাজ্যের বিজেপি এমপি সুরেশ গোপীর চিন্তা-ভাবনা বেশ মৌলিক।
Leave a Reply