অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা-ভিত্তিক একটি ইরানি কোম্পানি ক্যান্সারের এক নতুন ওষুধ আবিষ্কার করেছে যা ক্যান্সার রোগীদের বাঁচার আশা জাগিয়ে তুলেছে।।
কোম্পানিটির বিজেনেস প্রোমোশন বিভাগের পরিচালক আলী আগাজনি বলেছেন, এ বছর আমরা নতুন প্রজন্মের এন্টিবডি তৈরির অনেক ওষুধ তৈরি করেছি যা আগে কেবল একটি ব্রিটিশ কোম্পানির একচেটিয়া কর্তৃত্বাধীন ছিল।
ইরানের এই কোম্পানি কনজুগেট এন্টি-বডি প্রযুক্তির ড্রাগ-ভিত্তিক ক্যান্সার-রোধক ওষুধ আবিষ্কার করেছে। এই প্রযুক্তিতে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ক্যান্সারে আক্রান্ত কোষগুলোকে টার্গেট করা হয় এবং ইমোনোথেরাপি ও ক্যামোথেরাপির যৌথ প্রয়োগ ঘটানো হয় একটি ওষুধের মাধ্যমে।
আগাজনি জানিয়েছেন, এই ওষুধটির নাম টেডেরক্স। এটি স্তন-ক্যান্সার ও কোনো কোনো আন্ত্রিক ক্যান্সারের চিকিৎসায় উপকারী বা সহায়ক। এই ওষুধ ক্যান্সার রোগীর হায়াত কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম। এই পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট স্থান বা অঙ্গ লক্ষ্য করে ওষুধ দেয়া হয় বলে ওষুধের অপেক্ষাকৃত কম ডোজ দেয়া হয় এবং এর ফলে চুল পড়ে যাওয়া ও ওজন কমে যাওয়ার মত সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়াগুলো দেখা যায় না ও অত্যন্ত উচ্চ পর্যায়ের কার্যকারিতা পাওয়া যায়।
এ ছাড়াও এই ওষুধ ব্যবহারের ফলে ক্যান্সারের ফিরে আসার আশঙ্কাও উল্লেখযোগ্য মাত্রায় কমে যায় বলে আগাজনি জানিয়েছেন। তিনি আরও জানান তাদের কোম্পানি এখন বিপুল পরিমাণে এই ওষুধ উৎপাদন করছে এবং এর মূল্য এ ধরনের বিদেশী ওষুধের দামের ১০ শতাংশের চেয়েও কম। এ ধরনের বিদেশী ওষুধের মূল্য তিন হাজার ডলার, আর এই কোম্পানির নির্মিত একই ধরনের ওষুধ মাত্র ২০০ ডলারে বিক্রি করা হচ্ছে।
Leave a Reply