অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কারণেই ইহুদিবাদী ইসরাইল তার অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে বুধবার আফ্রিকার দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ইরানের অভ্যন্তরে ঐক্য ও সংহতি শক্তিশালী করা এবং সারাবিশ্বের সঙ্গে সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমার দায়িত্ব গ্রহণের দিনই ইরানের রাষ্ট্রীয় অতিথি হিসেবে তেহরান সফররতম হামাস নেতা ইসরাইল হানিয়াকে হত্যা করে ইহুদিবাদী ইসরাইল। ওই হত্যাকাণ্ড ঘটিয়ে তেল আবিব পেজেশকিয়ানের ঘোষিত কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন।
পার্সটুডের রিপোর্ট অনুসারে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এই আশায় ইরান ইহুদিবাদী ইসরাইলের ওই অপরাধ মুখ বুজে সহ্য করেছে বলে জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, কিন্তু গাজায় ইসরাইল আগ্রাসন অব্যাহত থাকা এবং সে আগ্রাসনকে লেবাননে বিস্তৃত করার কারণে তেহরান বাধ্য হয়ে ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
পশ্চিমা দেশগুলোর সহযোগিতাকে ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকার কারণ বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি সামান্যতম ভুল করে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তাকে অবিশ্বাস্য জবাব দেয়া হবে। আমরা কোনো অবস্থায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সহিংসতার বিস্তার চাই না বরং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিটি উদ্যোগকে স্বাগত জানাই। পক্ষান্তরে ইহুদিবাদী ইসরাইল গোটা অঞ্চলে উত্তেজনা ও যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে চায়। এ অবস্থায় আগ্রাসী তেল আবিবের লাগাম টেনে ধরার জন্য তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
সাক্ষাতে ইথিওপিায়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশের জনগণ ইরান সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। মধ্যপ্রাচ্য অঞ্চলের সর্বশেষ খবরাখবর ইথিওপিায় বসে আমরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে শুনি।
ইরানকে শক্তিশালী ও স্বাধীন দেশ হিসেবে বর্ণনা করেন আবি আহমাদ। তিনি বলেন, বিশ্বব্যাপী যে এক মেরুকেন্দ্রীক ব্যবস্থা চালু রয়েছে তাকে অন্যায় ও বৈষম্যমূলক আখ্যায়িত করে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই অন্যায় ব্যবস্থা ভেঙে দিতে ব্রিকস কার্যকর ভূমিকা পালন করতে পারবে।
Leave a Reply