January 26, 2026, 11:48 am
শিরোনামঃ
দিল্লীতে শেখ হাসিনার অডিও ভাষণকে কীভাবে দেখছে বাংলাদেশ ? জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে আমাদের গভীর আবেগের সম্পর্ক রয়েছে : তারেক রহমান প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি ভোট বাক্সে হাত দিতে এলে প্রতিহত করা হবে : জামায়াতের আমীর নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ করা যাবে না : ইসি রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দুদকের মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮কর্মকর্তা-কর্মচারী কারাগারে মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইলিশের ৫ অভয়াশ্রমে জাল ফেললেই দু’বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইলিশ উৎপাদন বাড়াতে ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে আজ (১ মার্চ) থেকে দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে বেকার হয়ে যাওয়া জেলেদের প্রণোদনা দেয়াসহ নানা প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ।

মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের প্রজনন মওসুম। এই সময়ে জেলেদের জালে সবচেয়ে বেশি জাটকা ধরা পড়ে। উৎপাদন বাড়াতে প্রতিবছর ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়।

চাঁদপুরে জাটকার চারটি বিচরণ কেন্দ্র সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ। জেলেরা বলছে, এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি বন্ধ রাখা এবং সরকারি সহায়তা না বাড়ালে কর্মসূচি সফল করা সহজ নয়।

ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১শ’ কিলোমিটার এবং ইলিশা থেকে মনপুরার চরপিয়াল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার নিষেধাজ্ঞার আওতায়। নিষেধাজ্ঞা চলার সময়ে বেকার জেলেদের দেওয়া হবে সহায়তা।

জেলেরা জানান, চাল আসে ১ মণ দেয় ১৫ কেজি। তিনটি সমিতি চালাতে হয়, এখন এই দুই মাস কিভাবে চলবো এটা নিয়ে খুব উদ্বিগ্ন আছি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, “এই দুই মাস এনজিওর কিস্তিটা বন্ধ রাখা যায় এবং কিস্তি বন্ধ রাখতে পারলে জেলেরা এর সুফলটা পাবেন।”

বরিশালের কালাবদর, গজারিয়া, মেঘনা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার ৮২ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। নিষেধাজ্ঞা চলাকালিন প্রনোদনার চালের সঙ্গে মাসিক ভাতার দাবি জেলেদের।

জেলেরা বলেন, “দুই মাস অবরোধের মধ্যে ১০ হাজার টাকা দিলে আমরা পরিবার নিয়ে মোটামুটিভাবে চলে যেতে পারি।”

লক্ষ্মীপুরে মেঘনা নদীর চাঁদপুর থেকে আলেকজান্ডার পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম। এ অঞ্চলে ৫০ হাজারের বেশি জেলে রয়েছে। সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি তাদের।

নিষেধাজ্ঞা চলার সময় কেউ নদীতে জাল ফেললে এক থেকে দু’বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page