22 Jan 2025, 04:49 pm

ইসকনের পক্ষে মাদারীপুরের মৎস্য অফিসারের ফেসবুক পোস্ট, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাদারীপুর জেলার কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সন্দীপন মজুমদার সন্ত্রাসী সংগঠন ইসকন এর পক্ষে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় তুলেছেন।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ফেসবুকে পোস্ট করেন মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার। তাতে তিনি লেখেন, ‘জঙ্গি সংগঠন হলেও নিম্নোক্ত কাজগুলো করে (আর্ত মানবতার মহান সেবায় ব্রতী হয়ে) কেন –

১) রোজায় রোজাদারদের ইফতারি দেয় ২) ঈদে গরীবদের নতুন কাপড় চোপড় দেয় ৩) বন্যায় বন্যা দুর্গতদের সহায়তাও দেয়। এরপরেও যদি নিষিদ্ধ করা লাগে, করেন। আপনাদের “যা ভালো লাগে” করে যান। জাতির বিবেকের কাছে প্রশ্ন “নিষিদ্ধ করেই, আগের মতো কারো পতন না হয়ে যায়, আবার”
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী সাইফুলকে হত্যা করে এক ঢিলে দুই পাখি মারার ম্যাটিকুলাস ডিজাইন হিসাবে হিন্দুদের উপর চালিয়ে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে সিসিটিভি ফুটেজ সারাবিশ্বে ছড়িয়ে পড়ার কারণে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী ৪ জন শিবির ও ১ জন সমন্বয় গ্রেফতার হয়েছে।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আফ বি আই, সি আই এ সহ আমেরিকার সব গোয়েন্দা সংস্থা গুলোর প্রধান তুলসী গ্যাবার্ড ইসকন সদস্য, তাদের ভাই সমতুল্য চিন্ময় কৃষ্ণ দাস কে এরেস্ট করে খুব সুবিধা করতে পারবে না।”

গত মঙ্গলবার (২৬ নভেম্বর)রাতে ফেসবুকে মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার লেখেন,”জঙ্গি সংগঠন হলেও নিম্নোক্ত কাজগুলো করে (আর্ত মানবতার মহান সেবায় ব্রতী হয়ে) কেন –
১) রোজায় রোজাদারদের ইফতারি দেয় ২) ঈদে গরীবদের নতুন কাপড় চোপড় দেয় ৩) বন্যায় বন্যা দুর্গতদের সহায়তাও দেয়। এরপরেও যদি নিষিদ্ধ করা লাগে, করেন। আপনাদের “যা ভালো লাগে” করে যান। জাতির বিবেকের কাছে প্রশ্ন “নিষিদ্ধ করেই, আগের মতো কারো পতন না হয়ে যায়, আবার”ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী সাইফুলকে হত্যা করে এক ঢিলে দুই পাখি মারার ম্যাটিকুলাস ডিজাইন হিসাবে হিন্দুদের উপর চালিয়ে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে সিসিটিভি ফুটেজ সারাবিশ্বে ছড়িয়ে পড়ার কারণে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আফ বি আই, সি আই এ সহ আমেরিকার সব গোয়েন্দা সংস্থা গুলোর প্রধান তুলসী গ্যাবার্ড ইসকন সদস্য, তাদের ভাই সমতুল্য চিন্ময় কৃষ্ণ দাস কে এরেস্ট করে খুব সুবিধা করতে পারবে না।”

স্ট্যাটাসটিতে তিনি বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ট্যাগও করেন।

একজন সরকারি কর্মকর্তার জায়গায় থেকে করা এমন স্ট্যাটাসকে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা। এদিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে তাকে সর্তক করা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে জানান।

আর সমালোচিত এই মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার পরদিন বিষয়টি নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠলে ফেসবুকে করা বিতর্কিত ওই স্ট্যাটাসটি কেটে দেন। এবং নতুন করে ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক স্ট্যাটাসে লিখেন,‘গত পরশুদিন রাতে ইসকনের কাজ কাম, এটাকে নিষিদ্ধ করা ও এটাকে কে কি করবে এসব নিয়ে যে পোষ্টটি করেছিলাম তা অনাকাঙ্ক্ষিত ভাবে প্রকাশিত হয়ে গেছে।এতে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তা আমার ইচ্ছা কৃত নয়। এটা আমার ভুলে ও অনিচ্ছায় হয়েছে। আমি এর জন্য ক্ষমা প্রার্থী ও সকলের কাছে মাফ চাচ্ছি। আর উক্ত পোস্টটি ডিলিট করেও দিয়েছি।’

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, বিষয়টি আমার নজরে আসলে আমি তাকে ডাকলে তিনি আমার সামনে ঐ স্ট্যাটাসটি কেটে নতুন করে সকলের কাছে ক্ষমা চেয়ে ফেসবুক স্ট্যাটাস দেন। যেহেতু তিনি মৎস্য অধিদপ্তরের অধীনে,তাই আমি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *